1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
মিশরের হয়ে আর খেলবেন না মোহাম্মদ সালাহ! - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ১০:২১ অপরাহ্ন

মিশরের হয়ে আর খেলবেন না মোহাম্মদ সালাহ!

  • প্রকাশের সময় : সোমবার, ২৫ জুন, ২০১৮

খবর ২৪ঘণ্টা ডেস্ক: রাশিয়া বিশ্বকাপের পর মিশরের জার্সিতে আর নাও দেখা যেতে পারে হালের আলোচিত তারকা ফুটবলার মোহাম্মদ সালাহকে। রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় প্রদেশ চেচনিয়ার নাগরিকত্ব নিয়ে সৃষ্ট রাজনৈতিক উত্তেজনা তৈরি হওয়ার পর তিনি এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছেন বলেন বিশ্বস্ত সূত্র জানিয়েছে। খবর সিএনএন ও দ্য সানের 

খবরে বলা হয়, এ ঘটনায় সালাহ অসন্তুষ্ট। তিনি চান না খেলার বাইরে রাজনৈতিক স্বার্থ উদ্ধারে তাকে ব্যবহার করা হোক।

একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে রাশিয়ান রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরটি। যেখানে দেখানো হচ্ছে ক্রেমলিন সমর্থিত চেচনিয়ের প্রেসিডেন্ট রমজান কাদিরভোর সঙ্গে কথা বলছেন এবং তার শার্টে একটি চেচনিয়া পতাকা বহন করছেন।

বিশ্বকাপ খেলতে গিয়ে চেচনিয়ার রাজধানী গ্রজনিতে অনুশীলনের শিবির করে মিশর। সেখানেই মিশর তারকার সঙ্গে ছবি তোলার সুযোগ হাতছাড়া করেননি রমজান কাদিরভ। একই সঙ্গে তাকে চেচনিয়ার নাগরিকত্বও দেয়া হয়।

এ ব্যাপারে সোশ্যাল মিডিয়ায় রমজান কাদিরভ লেখেন, ‘মোহাম্মদ সালাহ চেচনিয়ার সাম্মানিত নাগরিক। মিশর ও লিভারপুলের এই মহান ফুটবলারকে সর্বোচ্চ সম্মান দেওয়ার ঘোষণাপত্রে সাক্ষর করেছি আমি।’

দ্য সানের খবরে বলা হচ্ছে, ক্রেমলিনের সমর্থন নিয়ে ২০০৭ সালে চেচনিয়ার দায়িত্ব নেন রমজান কাদিরভ। এরপর থেকে মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই অঞ্চলে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেন, সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর যেখানে স্বাধীনতার দাবিতে আন্দোলনরতদের বিরুদ্ধে দুটি নিষ্ঠুর ও ব্যাপক ক্ষয়ক্ষতির যুদ্ধ পরিচালনা করেছিল রাশিয়া।

যদিও বার্তা সংস্থা সিএনএন এ বিষয়ের সত্যতা জানার জন্য মিশরীয় ফুটবল ফেডারেশনের সঙ্গে যোগাযোগ করলে তারা বিস্ময় প্রকাশ করেন। ফেডারেশন জানায়, সালাহ কোনো সিদ্ধান্ত নিলে আমরা জানতাম। আমরা সারাদিন তার সঙ্গে কাটিয়েছি। কিন্তু আমাদের কোনো প্রতিনিধির সঙ্গে সে এ বিষয়ে আলোচনাই করেনি।

ফেডারেশন আরও জানায়, আমরা এখানে খেলা করতে এসেছি এবং ফিফার কার্যক্রমের মধ্যে রয়েছি। আমরা কোনো রাজনৈতিক বিষয়ে কথা বলতে চায় না।

রাশিয়া বিশ্বকাপের নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ সোমবার সৌদি আরবের মুখোমুখি হবে মিশর। আগের দুই ম্যাচে পরাজিত হওয়ায় আজ জিতলেও তাই নক আউট পর্বে যাওয়ার সুযোগ নেই সালাহদের।

খবর ২৪ঘণ্টানই

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST