খবর ২৪ ঘণ্টা ডেস্ক: চট্টগ্রামে একটি বাসা থেকে মা ও মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এটি হত্যা না আত্মহত্যা তা উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।
গতকাল রবিবার (৩০ জুন) সন্ধ্যায় নগরীর পাঁচলাইশের ষোলশহরে লিচুবাগান এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্বামী ভ্রাম্যমাণ চা বিক্রেতা নন্দর সরকারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
পুলিশ জানায়, ওই এলাকার কলোনীর একটি বাসায় মা-মেয়েকে গলায় ফাঁস দেয়া অবস্থায় ঝুলতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। এরপর ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেলের মর্গে পাঠায় পুলিশ।
খবর২৪ঘণ্টা, জেএন
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।