মোহনপুর প্রতিনিধিঃ রাজশাহী মোহনপুর উপজেলার এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে ২য় শেণীর এক ছাত্রীকে ধর্ষণ চেষ্ঠার ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত ওই প্রধান শিক্ষকের নাম জহির রায়হান ওরফে বুলবুল। সে উপজেলা মশিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বিষহারা গ্রামের মৃত হামিদ সরদারের ছেলে।
মঙ্গলবার এ ঘটনায় ছাত্রীর মা হালিমা বেগম বাদি হয়ে মোহনপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। যৌন হয়রানির শিকার ওই ছাত্রী মুরশিদপুর এলাকার আনোয়ার ইসলামের কন্যা।
মামলা সূত্রে জানাগেছে, মশিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর ওই ছাত্রী সোমবার প্রতিদিনের মতো বিদ্যালয়ে যায় বেলা অনুমানিক ১২টার দিকে তার ওই ছাত্রী তার সহপাঠিদের সাথে বিদ্যালয়ের মাঠে খেলাধূলা করছিল ওই সময় অভিযুক্ত প্রধান শিক্ষক জহির রায়হান বুলবুল কৌশলে ছাত্রীকে একটি শ্রেণী কক্ষে ডেকে নেয় কক্ষের দরজা জানালা বন্ধ করে বিভিন্ন লোভ-লালসা দেখিয়ে পায়জামা খুলিয়া ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণের চেষ্ঠা করে।
এ সময় ওই ছাত্রীর চিৎকারে আশপাশের অন্যান্য ছাত্র-ছাত্রী আসলে আভিযুক্ত প্রধান শিক্ষক পালিয়ে যায়। ঘটনাটি জানাজানি হলে এলাকাবাসী থানা পুলিশকে খবর দেয়। পরে ছাত্রীর মা বাদি হয়ে অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে থানায় একটি ধর্ষণের চেষ্ঠার মামলা দায়ের করেন।
উপজেলা শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এখন পর্যন্ত কেউ আমার কাছে অভিযোগ করেননি ,তবে মিডিয়া কর্মীদের কাছে শুনে বিদ্যালয় পরিদর্শনে গিয়ে প্রধান শিক্ষককে পাওয়া যায়নি। ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধের ধর্ষণের চেষ্ঠা অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
মোহনপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) এসএম আবুল কাশেম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন যৌন হয়রানির খবর পেয়ে সাথে সাথে ফোর্স পাঠিয়েছি। এবং অভিযুক্ত শিক্ষককে গ্রেফতারের চেষ্টা অব্যহত রয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/জেএন