খবর২৪ঘণ্টা ডেস্ক: প্রতারণার শিকার হয়ে মালয়েশিয়ায় এসে মাত্র তিন দিনের মাথায় দেশে ফিরতে হলো ৬৮ জন বাংলাদেশিকে। গত ১১ অক্টোবর বাংলাদেশের রিক্রুটিং এজেন্সি মেসার্স ক্যাথারাসীজ ওভারসীজের মাধ্যমে মালয়েশিয়ার গ্লোব ফ্যাক্টরির নামে আশা ৬৮ জন বাংলাদেশিকে তিন দিন এয়ারপোর্টে আটকে রাখার পর তাদেরকে গত ১৩ অক্টোবর বিকালে ইউএস বাংলা এয়ারলাইন্সে বাংলাদেশে ফেরত পাঠানো হয়।
মালয়েশিয়ার অভিবাসন আইনের ৮(৩) ১৯৫৯/৬৩ ক্ষমতা বলে আসা ওই ৬৮ জন শ্রমিককে বাংলাদেশে ফেরত পাঠানো হয়। এ ব্যাপারে জানতে এই প্রতিবেদক ক্যাথারাসীজ অফিসে একাধিকবার ফোন করলেও কেউ রিসিভ করেনি।
খবর২৪ঘণ্টা, /জেএন