আন্তর্জাতিক ডেস্ক: সোলাইমানি হত্যার প্রতিশোধ হিসেবে ইরাকের মার্কিন দুই সেনাঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। সেই হামলার ভিডিও প্রকাশ করেছে মার্কিন গণমাধ্যম সিএনএন।
বুধবার ভোরে (৮ জানুয়ারি) ইরাকের ওই দুই সেনাঘাঁটিতে এক ডজনেরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান- এমন তথ্য জানিয়েছে পেন্টাগন।
আইআরজিসি বুধবার ভোরে এক বিবৃতিতে বলেছে, জেনারেল কাসেম সোলাইমানির ওপর আগ্রাসী মার্কিন সেনাদের সন্ত্রাসী ও অপরাধমূলক হামলার কঠোর জবাব দিতে এইন আল-আসাদ ঘাঁটিকে মাটির সঙ্গে মিশিয়ে দেয়া হয়েছে। এ অভিযানের মাধ্যমে ‘মহান বিজয়’ অর্জিত হয়েছে।
হোয়াইট হাউসের মুখপাত্র স্টেফানি গ্রিশাম বলেছেন, ইরাকের একটি মার্কিন ঘাঁটিতে হামলার খবরের ব্যাপারে আমরা সচেতন রয়েছি। প্রেসিডেন্ট এ বিষয়ে অবহিত হয়েছেন এবং তিনি গভীরভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে আলোচনা করছেন।
ইরানের রেভ্যুলশনারি গার্ড জানিয়েছে, সোলেইমানির হত্যাকাণ্ডের বদলা হিসেবে এ হামলা চালানো হয়েছে।
এমকে