মান্দা প্রতিনিধি:
নওগাঁর মান্দায় ৫ বছরের এক শিশু ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ধর্ষক আবু বক্কর সিদ্দিককে (১৯) আটক করেছে পুলিশ। আটক আবু বক্কর উপজেলার গনেশপুর ইউনিয়নের শ্রীরামপুর মধ্যপাড়া গ্রামের মন্তাজ আলী মন্ডলের ছেলে। গত বৃহস্পতিবার দুপুরের এ ঘটনায় মান্দা থানায় মামলা দায়ের করা হয়েছে।মামলা সুত্রে জানা গেছে, ভিকটিম শিশুর বাবা পেশায় একজন রাজমিস্ত্রি। এ পেশার কারণে অধিকাংশ সময় তাকে বাইরে কাটাতে হয়। ভিকটিমের মা স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে মাঠে প্রতিদিন বিকেলে চা বিক্রি করেন। গত বৃহস্পতিবার দুপুরে শিশুটিকে দাদির কাছে রেখে মাঠে চা বিক্রি করতে চলে যান। এসময় শিশুটিকে খেলার কথা
বলে প্রতিবেশি যুবক আবু বকর সিদ্দিক গ্রামের একটি মেহগনি বাগানে নিয়ে যায়। বাগানে কেটে রাখা পাটের স্তুপের পাশে নিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় শিশুটির চিৎকারে প্রতিবেশি এক নারী এগিয়ে এলে তাকে ফেলে রেখে ধর্ষক যায়। পরে শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে স্থানীয়রা। এ বিষয়ে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংবাদ পেয়ে রাতেই অভিযান চালিয়ে ধর্ষক আবু বক্কর সিদ্দিককে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের পর আবু বক্করকে কারাগারে ও নওগাঁ হাসপাতালে শিশুটির ডাক্তারী সম্পন্ন হয়েছে।
আর/এস