1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
মানুষ ময়লা থেকেও খাবার খাচ্ছে, আর কপিল কী বললেন...’ - খবর ২৪ ঘণ্টা
শুক্রবার, ০২ মে ২০২৫, ০৭:৪৯ অপরাহ্ন

মানুষ ময়লা থেকেও খাবার খাচ্ছে, আর কপিল কী বললেন…’

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২০

স্পোর্টস ডেস্ক: করোনার এই দুঃসময়ে একটি প্রস্তাব দিয়েছিলেন শোয়েব আখতার, অসহায় মানুষদের জন্য টাকা যোগাতে ভারত-পাকিস্তান ম্যাচ আয়োজন করার। বাণিজ্যিকভাবে এই ম্যাচ থেকে অনেক লাভ হবে, সেটি দিয়ে করোনার এই সময়টায় অসহায়দের সাহায্য করা যাবে, শোয়েবের প্রস্তাবটা ছিল এমন।

কিন্তু চিরবৈরী দেশের একজন ক্রিকেটারের কাছ থেকে এমন প্রস্তাব পেয়ে মানবিকতার বিষয়টি মাথায়ই আনেননি কপিল দেব। বরং দম্ভভরে জবাব দিয়েছেন, ‘ভারতের টাকার দরকার নেই।’

কপিল দেবের মতো একজন কিংবদন্তির কাছ থেকে এমন জবাব শুনে রীতিমত স্তম্ভিত পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদি। তিনি মনে করছেন, তার স্বদেশি শোয়েব আখতার যে প্রস্তাবটি দিয়েছেন সেটি ইতিবাচক, মানবতার জন্য কল্যাণকরই। এর জবাবে কপিলের এমনভাবে বলা ঠিক হয়নি।

কপিল দেবকে কিংবদন্তি খেলোয়াড় হিসেবে শ্রদ্ধা করেন, সেটিও উল্লেখ করেছেন আফ্রিদি। কিন্তু করোনার এই দুঃসময়ে তিনি যে মন্তব্যটি করেছেন, সেটি মানতে পারছেন না। ভারতের অনেক মানুষ এই পরিস্থিতিতে আবর্জনা থেকে খাবার কুড়িয়ে খাচ্ছে, সেটাও মনে করিয়ে দিলেন সাবেক এই অলরাউন্ডার।

আফ্রিদি বলেন, ‘শোয়েব আখতার মানবতার কল্যাণে ইতিবাচক কিছুই বলেছেন। কপিল দেবের জবাব শুনে আমি স্তম্ভিত হয়ে গেছি। আমি ভারতের এমন অনেক ভিডিও দেখেছি, যেখানে মানুষ ময়লা থেকে খাবার কুড়িয়ে খাচ্ছে। আমি তাকে শ্রদ্ধা করি, কিন্তু কপিল যেভাবে বলেছেন, এভাবে বলা ঠিক হয়নি।’

এর আগেই অবশ্য ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ককে একবার জবাব দিয়েছেন শোয়েব আখতার। রাওয়ালপিন্ডি এক্সপ্রেস বেশ ভদ্র ভাষায়ই বলেছেন, ‘কপিল ভাই আমার কথার মর্মই বুঝতে পারেননি। তার হয়তো টাকার দরকার নেই, অনেকেরই আছে।’

খবর২৪ঘন্টা/নই

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST