খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: মাদারীপুরে বাসচাপায় নিহাত চৌকিদার (৪) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে জেলার সদর উপজেলার মাদারীপুর-শরিয়তপুর আঞ্চলিক সড়কের ডাল গবেষণা কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে।
শিশু নিহাত সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের বোর্ডস্কুল এলাকার সাজু চৌকিদারের ছেলে।
জানা যায়, বৃহস্পতিবার বিকেলে ডাল গবেষণা কেন্দ্রের সামনে রাস্তা পার হওয়ার সময় একটি বাস শিশুটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
খবর২৪ঘন্টা/নই