ঢাকামঙ্গলবার , ২৮ নভেম্বর ২০১৭
আজকের সর্বশেষ সবখবর

মাদক মামলার রায়ে নাটোরে ১ জনের যাবজ্জীবন কারাদন্ড

admin
নভেম্বর ২৮, ২০১৭ ৯:১২ পূর্বাহ্ণ
Link Copied!

নাটোর প্রতিনিধি: মাদক মামলার রায়ে নাটোরে খান জাহান আলী নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত।দুপুরে নাটোরের জেলা ও দায়রা জজ রেজাউল করিম এ দন্ডাদেশ প্রদান করেন।মামলার বিবরনে জানা যায়,২০১৪ সালের ১১ নভেম্বর জেলার বাগাতিপাড়া উপজেলার শ্রীমনাপুর গ্রামের খান জাহান আলীর বাড়িতে তল্লাসী চালিয়ে ৪০ গ্রাম হেরোইন উদ্ধার করে ভ্রাম্যমান আদালত।এ ঘটনায় মামলা হলে সাক্ষ্য প্রমাণ শেষে বিচারক অভিযুক্ত মাদক ব্যবসায়ী খান জাহান আলীকে যাবজ্জীবন কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন।

 

খবর২৪ ঘন্টা/নই

 

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।