1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
মাদক উচ্ছেদে পুলিশের সাথে জনগনকে কাজ করতে হবে: আরএমপি কমিশনার - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ১১ জানয়ারী ২০২৫, ০৯:৪৫ অপরাহ্ন

মাদক উচ্ছেদে পুলিশের সাথে জনগনকে কাজ করতে হবে: আরএমপি কমিশনার

  • প্রকাশের সময় : বৃস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০

নিজস্ব প্রতিবেদক : আজ বৃহস্পতিবার বিকেলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মতিহার বিভাগের আয়োজনে কাটাখালি থানাধীন বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমী কনফারেন্স রুমে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক। বিশেষ অতিথি ছিলেন, সুজায়েত ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন), রাজশাহী মেট্রোপলিটন পুলিশ, রাজশাহী। সভায় সভাপতিত্ব করেন, মতিহার বিভাগের উপ-পুলিশ কমিশনার বিভূতি ভূষন বানার্জী। এছাড়াও সভাটি সার্বিকভাবে সহযোগিতা করেন একরামুল হক, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মতিহার বিভাগ), এবং মতিহার, কাটাখালি ও বেলপুকুর থানার অফিসার ইনচার্জগণ। পুলিশ কমিশনার মহোদয় তাঁর বক্তব্যে বলেন রাজশাহী মহানগরী হবে সন্ত্রাস ও মাদকমুক্ত। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করে রাজশাহী

মহানগরী তথা বাংলাদেশের ভুখন্ড থেকে মাদক উচ্ছেদের জন্য পুলিশের সাথে সাধারন জনগণকে একত্রে কাজ করার আহ্বান জানান। তিনি নিজেই জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দেয়ার পাশাপাশি রাজশাহী মেট্রোপলিটন পুলিশকে রোল মডেল এবং অনুকরণীয় হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। সভায় আরোও উপস্থিত ছিলেন মতিহার বিভাগের মতিহার, কাটাখালি ও বেলপুকুর থানার বীর মুক্তিযোদ্ধা, চেয়ারম্যান, ওয়ার্ড কাউন্সিলর, মেম্বারগণসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রায় ৫০০ জন স্থানীয় জনসাধারণ। উল্লেখ্য যে, আরএমপি, রাজশাহী’র মতিহার বিভাগের মতিহার থানায় ০৫টি, কাটাখালি থানায় ০৭টি ও বেলপুকুর থানায় ০৯টিসহ মোট ২১টি বিট রয়েছে। উক্ত বিট সমূহে বিট অফিসারগণ স্থানীয় জনসাধারণদেরকে বিভিন্ন আইনি সেবা এবং পরামর্শ প্রদান করে থাকে। এছাড়াও বিট অফিসারগণ নির্দিষ্ট দিনে বিভিন্ন সামাজিক সচেতনতা এবং অপরাধ দমন ও মাদক বিরোধী সভা আয়োজন করে থাকেন।

এস/আর

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST