1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
মাদকযোগ: সমরে জয়া-কঙ্গনা - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ১১ জানয়ারী ২০২৫, ১১:৪৩ অপরাহ্ন

মাদকযোগ: সমরে জয়া-কঙ্গনা

  • প্রকাশের সময় : বৃস্পতিবার, ১৭ সেপটেম্বর, ২০২০

বিনোদন ডেস্ক: সুশান্ত সিং রাজপুতের মৃত্যু-রহস্য তদন্ত করতে গিয়ে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) কাছে প্রকাশ হয়ে পড়েছে বলিউড তারকাদের মাদকযোগের বিষয়টি। সুশান্তকেনিয়মিত মাদক যোগানের অভিযোগে গ্রেপ্তার হওয়া রিয়া চক্রবর্তী তার বয়ানে জানিয়েছেন, ইন্ডাস্ট্রির বেশ কয়েকজন নামী তারকা নিয়মিত মাদক সেবন করেন।

এরপর থেকেই বলিউডের মাদকযোগ নিয়ে উত্তাল গোটা ভারত। গেল রবিবার ভোজপুরী অভিনেতা ও বিজেপি সাংসদ রবি কিষাণ মাদক প্রসঙ্গ টেনে রাজ্যসভায় বলেন, বলিউডে মাদকের ভালো রকম ব্যবহারই হয়। এনসিবির প্রশংসা করে তিনি সরকারের কাছে মাদককাণ্ডে জড়িতদের খুঁজে বের করার অনুরোধও করেন।

কিষাণের ওই মন্তব্যের পর মুখ খোলেন বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী ও সুপারস্টার অমিতাভ বচ্চনের স্ত্রী জয়া বচ্চন। লোকসভায় তিনি বলেন, হাতে গোনা কয়েকজনের জন্য গোটা বলিউডের মুখে কালিমালিপ্ত করা হচ্ছে। রবি কিষাণের মন্তব্য শুনে আমি লজ্জিত বোধ করছি।’

এর পরেই রবির সমর্থনে কঙ্গনা টুইটারে লেখেন, ‘আমার জায়গায় আপনার মেয়ে শ্বেতাকে যদি হেনস্থা করা হত, মাদক নিতে বাধ্য করা হত, শারীরিক নির্যাতন করা হত, তাহলে কি আপনি একই ভাবে বলিউডকে সমর্থন করতেন? আপনার ছেলে অভিষেক যদি দুর্ব্যবহার সহ্য করতে না পেরে গলায় ফাঁস দিত, এই জায়গাটিকে কি ‘নর্দমা’ বলে মনে হত না আপনার?’

কঙ্গনার এই মন্তব্যে জয়া বচ্চন চুপ থাকলেও তার সমর্থণে সরাসরি পাশে দাঁড়িয়েছেন বলিউডের বেশির ভাগ তারকা। তাপসী পান্নু থেকে সোনম কাপুর, ফারহান আখতার থেকে নিখিল দ্বিবেদী, প্রকাশ্যে গলা ফাটিয়েছেন জয়ার পক্ষে।

জয়ার লোকসভায় কথা বলার ভিডিওটি শেয়ার করে তাপসী লিখেছেন, ‘আমরা সবসময় সচেতনতামূলক প্রচারের পাশে থেকেছি। এটাই পে-ব্যাক টাইম। ইন্ডাস্ট্রির আরও এক নারী এগিয়ে এলেন। শ্রদ্ধা।’ থেমে থাকেননি ফারহান আখতারও। তিনি লেখেন, ‘যখনই প্রয়োজন হয়েছে তখনই উনি (জয়া বচ্চন) সরব হয়েছেন।’

সোনম কাপুর আবার ভবিষ্যতে হতে চেয়েছেন জয়ার মতো। অভিনেতা নাগমাও পাশে দাঁড়িয়েছেন জয়ার। তিনি লিখেছেন, ‘আই স্ট্যান্ড উইথ জয়া বচ্চন।’ পরিচালক অনিল শর্মাও আপ্লুত। তিনি লিখেছেন, ‘জয়াজি আপনি গোটা ইন্ডাস্ট্রির আওয়াজ। আপনাকে অনেক অনেক প্রণাম।’ যদিও গোটা ঘটনায় এখনো চুপ অমিতাভ বচ্চন।

খবর২৪ঘন্টা/নই

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST