1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
মাদকবিরোধী অভিযানে ফিলিপাইনে এক মাসেই ৪৪৪ নিহত - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৪২ পূর্বাহ্ন

মাদকবিরোধী অভিযানে ফিলিপাইনে এক মাসেই ৪৪৪ নিহত

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ সেপটেম্বর, ২০১৮

আন্তর্জাতিক ডেস্ক:  মাদকবিরোধী অভিযানে ফিলিপাইনে শুধু আগস্ট মাসেই ৪৪৪ জন সন্দেহভাজন নিহত হয়েছেন বলে তথ্য দিয়েছে দেশটির মাদক নিয়ন্ত্রণ সংস্থা।

ফিলিপিন্স ড্রাগ এনফোর্সমেন্ট এজেন্সি পিডিইএ জানিয়েছে, ২০১৬ সালে শুরু হওয়া এ অভিযানে এখন পর্যন্ত চার হাজার ৮৫৪ জন নিহত হয়েছেন।

যদিও ফিলিপাইনে মানবাধিকারকর্মীদের অভিযোগ, সরকারি হিসাবে মৃত্যুর সংখ্যা অনেক কমিয়ে দেখানো হলেও আসল সংখ্যা ১২ হাজারের বেশি।

এ ব্যাপারে দেশটির সরকার বলছে, যারা পুলিশকে বাধা দিয়েছে, কেবল তাদের ওপরই গুলি চালানো হচ্ছে।

ফিলিপাইনের আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, গত দুই বছরে মাদকবিরোধী অভিযানে দেড় লাখের বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে৷

১২টি মাদক তৈরির কারখানা ধ্বংসসহ আরও ২২৩টি মাদকের আস্তানা গুঁড়িয়ে দেয়া হয়েছে বলে দাবি করেছেন তারা।

এ অভিযানে জব্দ মাদকের মূল্য ফিলিপিনো মুদ্রায় প্রায় ২৪ বিলিয়ন বা ৪৫০ মিলিয়ন ডলার বলে জানায় ফিলিপাইনের আইনশৃংখলা বাহিনী।

এদিকে সরকারি পরিসংখ্যান যাই বলুক- দেশটির মানবাধিকারকর্মীরা শুরু থেকেই এ মাদকবিরোধী অভিযানের বিরোধিতা করে আসছেন।

তারা এসব মৃত্যুকে ‘বিচারবহির্ভূত হত্যাকাণ্ড’ বলে আসছেন।

মানবাধিকারকর্মীরা যাই বলুন না কেন, ‘সোশ্যাল ওয়েদার স্টেশন’ নামে একটি সংগঠন বলছে- প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তের মাদকবিরোধী যুদ্ধে জনগণের সমর্থন বাড়ছে। এ নিয়ে দেশটিতে জরিপ চালানো হয়েছে। গত জুন মাসের জরিপ বলছে- মাদক নির্মূলে দুতের্তে ‘সঠিক পথেই এগোচ্ছেন’ বলে মনে করছেন ৭৮ শতাংশ উত্তরদাতা। কেবল ১৩ শতাংশ উত্তরদাতা এ অভিযান নিয়ে আপত্তি জানিয়েছেন

খবর২৪ঘণ্টা.কম/জেএন        

 

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST