ঢাকাসোমবার , ১১ ডিসেম্বর ২০১৭
   
আজকের সর্বশেষ সবখবর

মাঠে নামল রংপুর ও কুমিল্লা

অনলাইন ভার্সন
ডিসেম্বর ১১, ২০১৭ ৬:০৮ অপরাহ্ণ
Link Copied!

রয়েল খান স্পোর্টস ডেস্ক: বিপিএলের পঞ্চম আসরের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ খেলতে মাঠে নেমেছে রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ানস।

সোমবার সন্ধ্যা ছয়টায় মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে খেলাটি শুরু হয়েছে। বৃষ্টি বিঘ্নিত কারণে রবিবার খেলা বন্ধ থাকায় সোমবার ফাইনালে উঠার লড়াইয়ে দ্বিতীয় দিনে মাঠে নেমেছে দুই দল।

এর আগে, রবিবার সন্ধ্যায় টস জিতে রংপুর রাইডার্সকে ব্যাটিংয়ে পাঠায় কুমিল্লা। তবে খেলা শুরুর ৭ ওভারের মাথায় বৃষ্টি বাগড়া দিলে খেলা বন্ধ হয়ে যায়। এই সময়ে জনসন জনসন চার্লসের ৪৬ রানের ওপর ভর করে এক উইকেট হারিয়ে রংপুর রাইডার্স তুলতে সক্ষম হয় ৫৫ রান। তবে ক্যারিবীয় ব্যাটিং দানব ক্রিস গেইলকে হারাতে হয়েছে রংপুরকে।

ফলে রংপুরের হয়ে আজ ব্যাটিংয়ে নেমেছেন দুই অপরাজিত ব্যাটসম্যান জনসন চার্লস ও ব্রান্ডন ম্যাককালাম।

খবর২৪ঘণ্টা.কম/রখ

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।