ঢাকাসোমবার , ২৭ নভেম্বর ২০১৭
আজকের সর্বশেষ সবখবর

মাঝ রাতে লুকিয়ে রণবীরের সঙ্গে ডিনার ডেটে দীপিকা

admin
নভেম্বর ২৭, ২০১৭ ১০:৩৭ পূর্বাহ্ণ
Link Copied!

খবর ২৪ ঘণ্টা, বিনোদন ডেস্ক: একসঙ্গে সিনেমায় অভিনয়, সঙ্গে প্রেমও বেশ জমিয়েই করছেন দীপিকা-রণবীর। মাঝে মধ্যেই আউটিংয়ে বেরিয়ে পড়েন এই লাভবার্ডস। সে দিনের আলোই হোক কিংবা মাঝরাত।

রবিবার রাতেই মুম্বইয়ের তাজ কোলবার এলাকার পাঁচতারা হোটেলে ডিনার ডেটে পৌঁছে গিয়েছিলেন রণবীর-দিপ্পি। তবে এই জুটি যতই লুকিয়ে লুকিয়ে ডিনারে যান না কেন তা পাপারাজ্জির নজর এড়ায়নি।

এমনিতে প্রকাশ্যে কখনওই তাঁদের সম্পর্কের কথা স্বীকার করেননি রণবীর-দীপিকা। তবে তাঁদের প্রেমের কথা বলিউডে এখন ওপেন সিক্রেটই হয়ে দাঁড়িয়েছে। মাঝে মধ্যেই আবার তাঁদের ব্রেকআপের খবরও ছড়িয়ে পড়ে।  তবে তার কয়েকদিনের মধ্যেই সেই জল্পনায় জল ঢেলে ফের একসঙ্গেই দেখা যায় রণবীর-দীপিকাকে।

কিছুদিন আগেই শাহরুখের এক টক শোতে হাজির হয়েছিলেন দীপিকা। সেখানেই এক ভিডিও বার্তায় গান গেয়ে প্রিয়তমা দিপ্পিকে প্রেম নিবেদন করে বসেন রণবীর। গানটি ছিলে ১৯৪২-র লাভ স্টোরির ‘এক লেড়কি কো দেখা তো এয়সা লাগা’।  তবে শুধু গানই নয়, গান শেষে রণবীর বলেন,

”মন্দির মে হো এক জলতা দিয়া ইয়ানি কি দীপিকা, ইয়ানি কি আপ। আপকে বারেমে কেয়া কহু, যিস তরিকে সে আপনি কররো চাহানেওয়ালে কি জিন্দেগি মে উজালা বন কর আয়ি, মেরে জিন্দেগিমে ভি উজালা বনকর আয়ি। ম্যায় উপার বালে সে এহি দুয়া করুঙ্গা কি, আপকি ভি জিন্দেগি মে এহি উজালা বরকরার রহে। গড ব্লেস ইউ, লাভ ইউ লট।”

খবর ২৪ ঘণ্টা.কম/জন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।