নওগাঁর মহাদেবপুর উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির নির্বাচনে রঞ্জন কুমার মন্ডল সভাপতি ও মো. বানী ইসরাইল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
গত শুক্রবার (৯ ডিসেম্বর) সকাল ৯ টায় উৎসব মূখর পরিবেশে মহাদেবপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটগ্রহণ শুরু হয়ে একটানা বিকেল ৩ টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।
ভোট গণনা শেষে রাত ১ টায় ফলাফল ঘোষণায় বেসরকারিভাবে তাদেরকে বিজয়ী ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মো. রেজাউন নবী, সহ-সভাপতি মো. আজাহার আলী, প্রতাপ চন্দ্র সরকার, মুকুল চন্দ্র মন্ডল, এস.এম নাজমুল আহসান, প্রশান্ত কুমার নাথ, মাহবুব আরা খাতুন, বণিতা রানী প্রামানিক, সঞ্চিতা রানী, মোসা. রোকসানা খাতুন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক এস. এম মাসুদ রানা, সহ:সাধারণ সম্পাদক মেহেদী হাসান, মোসা. শামীমা নাসরিন, সাংগঠনিক সম্পাদক চন্দন কুমার হাজরা, সহ সাংগঠনিক সম্পাদক মো. খালেদুজ্জামান (সুমন), দপ্তর সম্পাদক এস. এম মুস্তাফিজুর রহমান, অর্থ বিষয়ক সম্পাদক মন্মথ দাস, তথ্য ও প্রচার সম্পাদক রফিকুল ইসলাম রুবেল, কাব বিষয়ক সম্পাদক দিপংকর মন্ডল, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এস.এ.এম আব্দুল বারী (শামীম), সমবায় বিষয়ক সম্পাদক মামুনুর রশীদ, মহিলা বিষয়ক সম্পাদক রোমেনা আক্তার,সহ- মহিলা বিষয়ক সম্পাদক মেরিনা আকতার।
নির্বাচনে ধামইরহাট উপজেলার শিবপুর সপ্রাবি’র প্রধান শিক্ষক মো. আব্দুল আলীম প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন।
মহাদেবপুর উপজেলার ১৩৪ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৭৫০ জন শিক্ষক-শিক্ষিকা ভোটারের মধ্যে ৭০৫ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
বিএ/