নওগাঁর মহাদেবপুরে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকেলে ডাকবাংলো মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের সভ-সভাপতি মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সিনিয়র সচিব, জেলা আথলীগের কার্যিনর্বাহী সদস্য ও ৪৮, নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের নৌকার মনোনীত প্রার্থী সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী সৌরেন।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নাটোর পৌর মেয়র ও নাটোর জেলা আথলীগের সহ-সভাপতি উমা চৌধুরী, জেলা আথলীগের যুগ্ম সম্পাদক জাবেদ জাহাঙ্গীর সোহেল, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন, উপজেলা আথলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ ময়নুল ইসলাম, উপজেলা আথলীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক ও সদর ইউপির সাবেক চেয়ারম্যান মুহা: মাহবুবুর রহমান ধলু, উপজেলা আথলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাহেনুল হক লুসা, খাজুর ইউনিয়ন আথলীগের সাবেক সভাপতি শফিকুল ইসলাম, খাজুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আথলীগের সভাপতি মো. বেলাল উদ্দীন, যুবলীগ নেতা মাসুদুর রহমান মাসুদ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমানুজ্জামান শিউল, উপজেলা কৃষকলীগের আহবায়ক আনারুল ইসলাম মিঠু, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক খন্দকার আব্দুল কুদ্দুস, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি কাওসার আলী, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু আল আশআরি প্রমূখ।
প্রধান অতিথি সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে আগামী ৭ জানুয়ারি সারাদিন নৌকা মার্কায় ভোট দিয়ে এলাকার উন্নয়ন ও শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান।
বিএ…