1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
মহাদেবপুরে নদীতে গোসল করতে নেমে স্কুল ছাত্রের মৃত্যু - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ০৭ জানয়ারী ২০২৫, ০:২৪ পূর্বাহ্ন

মহাদেবপুরে নদীতে গোসল করতে নেমে স্কুল ছাত্রের মৃত্যু

  • প্রকাশের সময় : বুধবার, ২৪ আগস্ট, ২০২২

নওগাঁর মহাদেবপুরে আত্রাই নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে শ্রী আপন কুমার মন্ডল (১৪) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।

সে উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের শিবগঞ্জ সুলতানপুর পশ্চিমপাড়া গ্রামের পলাশ চন্দ্র মন্ডলের ছেলে ও শিবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।

মঙ্গলবার (২৪ আগষ্ট) বেলা ১১টার দিকে মহাদেবপুর ফায়ার স্টেশনের কর্মীরা আধা ঘন্টার চেষ্টায় তাকে উদ্ধার করেন।

নিহতের পারিবারিক সূত্র জানায়, সকালে আপন প্রাইভেট পড়ে ফুটবল খেলে। এরপর কয়েকজন বন্ধুর সাথে আত্রাই নদীর শিবগঞ্জ ঘাটে নতুন ব্রিজ নির্মাণের স্থানে গোসল করতে নামে। হঠাৎ সে গভীর পানিতে তলীয়ে যেতে থাকলে তার সঙ্গে থাকা বন্ধুরা তাকে টেনে তোলার চেষ্টা করে ব্যর্থ হয়। তাদের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে পানিতে নেমে তাকে উদ্ধারের চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়।

উত্তরগ্রাম ইউপি চেয়ারম্যান আবু হাসান জানান, ব্রিজ নির্মাণের জন্য নদীতে সাটারিং করে পানির প্রবাহ বন্ধ করে সামান্য অংশ দিয়ে বের হতে দেয়ায় ওইস্থানে প্রচন্ড স্রোত ও গর্তের সৃষ্টি হয়েছে। আপন ওই স্রোতে গর্তের নিচে তলিয়ে যায়।

মহাদেবপুর ফায়ার স্টেশনের ইনচার্জ ছয়ফুল ইসলাম জানান, তাকে উদ্ধারের জন্য রাজশাহী ফায়ার স্টেশনের ডুবুরিদের খবর দেয়া হয়। কিন্তু তারা আসার আগেই মহাদেবপুরের ফায়ার কর্মীরা ওই কিশোরের মরদেহ উদ্ধারে সক্ষম হয়। তার নেতৃত্বে উদ্ধার অভিযানে অংশ নেন মিডার আশরাফুল ইসলাম, কামরুজ্জামান, সোহেল খান, আরিফুর রহমান, আজমাইল হোসেন প্রমুখ।

মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজম উদ্দিন মাহমুদ ঘটনাস্থল থেকে জানান, মরদেহ উদ্ধারের পর কোন অভিযোগ না থাকায় সৎকারের অনুমতি দেয়া হয়েছে।
বিএ/

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST