নওগাঁর মহাদেবপুরে সোমবার (১২ জুন) বিকেল সাড়ে ৫টায় উপজেলার তেতুলপুকুর এলাকায় তাল গাছের সাথে ধাক্কা লেগে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
এ ঘটনায় আরো দুইজন গুরুতর আহত হয়েছেন। মহাদেবপুর থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, উপজেলার পাটাকাটা গ্রাম থেকে বরযাত্রী হয়ে কালুশহর গ্রামে বিয়ের দাওয়াত খেয়ে তিনজন মোটরসাইকল যোগে ফেরার পথে তেতুলপুকুর এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে পাকা সড়কের পাশের তালগাছের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত অবস্থায় পরে থাকে। পথচারীরা দেখতে পেয়ে তাদেরকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরী বিভাগের কর্তব্যরত ডাক্তার সাগর উড়াও (২৫) কে মৃত ঘোষনা করেন। মৃত সাগর উড়াও উপজেলার জন্তিগ্রামের ফুলচান উড়াও এর ছেলে। গুরুতর আহতরা হলেন, উপজেলার হাসিয়াড়া গ্রামের সমা উরাও এর ছেলে বিরেশ উড়াও ও বিনোদপুর গ্রামের চান্দু উড়াও এর ছেলে সবুজ উড়াও। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জরুরী বিভাগের কর্তব্যরত ডাক্তার তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাফ্ফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিএ/