সবার আগে.সর্বশেষ  
ঢাকামঙ্গলবার , ৫ ডিসেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

মহাদেবপুরে কৃষকের মাঝে প্রণোদনা বিতরণের উদ্বোধন

নওগাঁ প্রতিনিধি
ডিসেম্বর ৫, ২০২৩ ৬:২২ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁর মহাদেবপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণের উদ্বোধন করা হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে মঙ্গলবার (৫ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলা অডিটোরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান সোহাগের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আহসান হাবীব ভোদন। এসময় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হোসাইন মোহাম্মদ এরশাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আব্দুল মালেক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুলতান হোসেন। কৃষি সম্প্রসারণ অফিসার মো. জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপ-সরকারি কৃষি কর্মকর্তা মো. মকিম উদ্দীন দেওয়ান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. মাহাবুবুর রহমান প্রমুখ।

২০২৩-২০২৪ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে বোরো উফশী ও হাইব্রিড ধান চাষাবাদ বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ৭ হাজার ৭০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের প্রতিজনকে ৫ কেজি উফশী ধানের বীজ, ১০ কেজি এমওপি ও ১০ কেজি ডিএপি সার এবং ৫ হাজার ৩০০ কৃষকের প্রতিজনকে ২ কেজি হাইব্রিড ধানের বীজ বিতরণ করা হবে জানা গেছে।

বিএ..

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।