নওগাঁর মহাদেবপুরে চলতি বর্ষা মৌসুমের আউশ কাটা শুরু হয়েছে।
রবিবার (২৮ আগষ্ট) উপজেলার বিভিন্ন মাঠে ঘুরে দেখা গেছে মাঠে মাঠে চলছে আউশ ধান কাটার ধুম। অন্যান্য বছরের চেয়ে এ বছর ধানরর ফলন ভাল হয়েছে বলে জানান কৃষকরা। বাজারে ধানের দামও অন্যান্য বছরের চেয়ে বেশি। ভালো ফলন ও দাম পেয়ে খুশি উপজেলার আউশ চাষী কৃষকরা।
শিবরামপুর গ্রামের কৃষক আব্দুল জব্বার জানান, তিনি এবার ৪ বিঘা জমিতে আউশ চাষ করেছেন। প্রতি বিঘা জমিতে ১৭-১৮ মণ ধান উৎপাদন হয়েছে। বাজারে খোঁজ নিয়ে জানাগেছে প্রতিমণ ধান ১ হাজার থেকে ১ হাজার ৫০ টাকা দাম বিক্রি হচ্ছে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানাগেছে উপজেলায় এবার ১৩ হাজার ১শ হেক্টর জমিতে আউশ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। তবে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে আউশ চাষ হয়েছে।
উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ অরুন চদ্র রায় বলেন, আউশ চাষর জন্য উপজলার কৃষি অফিস থেকে সব ধরনের পরামর্শ ও সরকারি ভাবে ভুর্তুকি দেয়ায় কৃষকরা আউশ চাষে বেশি আগ্রহী হয়েছেন।
বিএ/