নওগাঁর মহাদেবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধার করেছে এবং অপহরণের সাথে জড়িত রকি নামের এক যুবককে গ্রেপ্তার করেছে।
গতকাল (১২ মে) শুক্রবার রাতে উপজেলার হাতুড় ইউনিয়নে অভিযান চালিয়ে পুলিশ ওই স্কুল ছাত্রীকে উদ্ধার ও রকিকে গ্রেফতার করে।
জানাগেছে গত ৭ মে চাঁদাশ উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণীর ছাত্রী মিম আক্তারকে চাঁদাশ মোড় থেকে অপহরণ করা হয়। অপহৃত মিম আক্তার উপজেলার হাজরা পুকুর গ্রামের মো. কামরুজ্জামানের কন্যা। এ ঘটনায় মহাদরবপুর থানায় অপহরণ মামলা দায়ের করা হয়েছে।
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাফ্ফর হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ভিকটিমকে উদ্ধার ও আসামি রকিকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে।
বিএ/