ময়মনসিংহে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনসহ ৭ জন নিহত হয়েছে।
মঙ্গলবার (৯ মার্চ) সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত এসব ঘটনা ঘটে। এতে জেলা সদরে তিনজন, ত্রিশালে তিনজন ও তারাকান্দায় একজন নিহত হয়েছেন।
একই পরিবারের নিহত তিনজন হলেন মো. লুৎফর রহমান (৩০), স্ত্রী শাহনাজ (২৫) ও তাদের পুত্রসন্তান মো. মাহিত (২)।
দুর্ঘটনায় আহত হয়েছে নিহত দম্পতির বড় ছেলে মো. মোজাহিদ (৬)। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
১৯ হাজার টাকায় বিক্রি হলো একটি ডিম
নিহতরা শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার দিঘীরপাড় গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। তারা ভালুকার স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় থাকতেন। নিহত দম্পতি সেখানে একটি গার্মেন্টসে চাকরি করতেন।
এছাড়া জেলার তারাকান্দা উপজেলায় একজন। ত্রিশাল উপজেলায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে আরও দুই জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম দুর্ঘটনায় হতাহতের তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।
এছাড়াও সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) বিষয়টি নিশ্চিত করেছেন।
বিএ…