সৌদি আরবের মদিনায় একটি সোফা কারখানায় আগুন লেগে সাত বাংলাদেশি নিহতের খবর পাওয়া গেছে। স্থানীয় সময় বুধবার (১০ ফেব্রুয়ারি) মধ্যরাতে এ অগ্নিকাণ্ড ঘটে।
ওই রাতেই বিষয়টি নিশ্চিত করেন সৌদি আরবের রিয়াদ বাংলাদেশ দূতাবাসের লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট মোহাম্মদ মহসীন হোসেন।
তবে কিভাবে আগুনের সূত্রপাত তা এখনো জানাতে পারেনি সেখানকার স্থানীয় পুলিশ।
নিহতদের তালিকায় রয়েছেন চট্টগ্রামের দুই ভাই মিজান ও আরাফাত। তারা লোহাগাড়া উপজেলার দক্ষিণ সুখছড়ী চাম্বির পাড়া নিবাসী সুলতান আহমদের ছেলে।
বাকিরা অতিমাত্রায় অগ্নিদগ্ধ হওয়ায় তাদের পরিচয় এ প্রতিবেদন লেখা পর্যন্ত পাওয়া যায়নি।
নিহতদের মরদেহ শনাক্তে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে বলে জানানো হয়েছে।
জেএন