ঢাকারবিবার , ১৭ ডিসেম্বর ২০১৭
   
আজকের সর্বশেষ সবখবর

মঞ্চে উঠতে প্রতি মিনিটে অবিশ্বাস্য দর হাঁকালেন প্রিয়ঙ্কা চোপড়া!

অনলাইন ভার্সন
ডিসেম্বর ১৭, ২০১৭ ১২:৩৪ অপরাহ্ণ
Link Copied!

খবর ২৪ ঘণ্টা, বিনোদন ডেস্ক: দেশে ফিরেছেন বলিউডের ডাকসাইটে অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া। আগামী মঙ্গলবার অনুষ্ঠিত হতে চলেছে একটি অ্যাওয়ার্ড শো। সেখানে পারফর্ম করার কথা প্রিয়ঙ্কার। বেশক্ষণ নয়। ৪-৫ মিনিট স্টেজে থাকার কথা তাঁর। আর সেই স্বল্প সময়ের উপস্থিতির জন্যই আকাশছোঁয়া দর হাঁকলেন তিনি। জানিয়ে দিলেন প্রতি মিনিটের স্টেজ উপস্থিতির জন্য তাঁকে দিতে হবে ১ কোটি টাকা! প্রিয়ঙ্কার এমন বিস্ময়কর দাবিতে চমকে উঠেছে বিনোদন দুনিয়া।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, ওই শোয়ে পারফর্ম করার ব্যাপারে প্রিয়ঙ্কার সঙ্গে আয়োজকদের চুক্তি হয়ে গিয়েছে। তাঁর চমকপ্রদ দাবি আয়োজকরা মেনে নিয়েছেন বলেই জানা যাচ্ছে। প্রিয়ঙ্কা পা মেলাবেন তাঁর বিভিন্ন ছবির গানের মেডলির সঙ্গে।

প্রশ্ন উঠছে, কেন বলিউডের ‘দেশি গার্ল’ এমন আশ্চর্য দর হাঁকিয়েছেন স্বল্প সময়ের স্টেজ পাফরম্যান্সের। বলিউড ছেড়ে হলিউডে পা বাড়িয়েছেন বলেই কি। এর আগে আর একটি অ্যাওয়ার্ডের অনুষ্ঠানেও প্রিয়ঙ্কা বিরাট অঙ্কের পারিশ্রমিক দাবি করেন। সেবারে অবশ্য আয়োজকরা রাজি হননি।

প্রসঙ্গত, প্রিয়ঙ্কা ছাড়াও ওই অনুষ্ঠানে পারফর্ম করবেন শাহিদ কপূর ও জ্যাকলিন ফার্নান্ডেজ।

খবর ২৪ ঘণ্টা.কম/ জন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।