নিজস্ব প্রতিবেদক :
আগামী ২৩ এপ্রিল মঙ্গলবার বাদ জোহর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী ও তানোর-গোদাগাড়ী আসনের এমপি ব্যারিস্টার আমিনুল হকের জানাজা শেশে পারিবারিক কবরস্থানে দাফন হবে। রাজশাহীর গোদাগাড়ী কলেজ সংলগ্ন মজুমদার পার্কে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে। এর আগে তাঁর জানাজার নামায অনুষ্ঠিত হয় জাতীয় সংসদ ভবন, হাইকোর্ট প্রাঙ্গন ও বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। জানাজায় বিএনপির কেন্দ্রীয় নেতারা অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, রোববার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানী ঢাকার ইউনাইটেড হাসপাতালে ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি তিনবার এমপি নির্বাচিত হন। এরমধ্যে একবার সংস্থাপন প্রতিমন্ত্রী ও একবার ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে প্রতিদ্ব›দ্বী প্রার্থীর কাছে পরাজিত হন।
খবর ২৪ ঘন্টা/আর