1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
ভয়াবহ অগ্নিকান্ডে সামনে দাঁড়িয়ে মৌলানার আজান - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৯:২৬ অপরাহ্ন

ভয়াবহ অগ্নিকান্ডে সামনে দাঁড়িয়ে মৌলানার আজান

  • প্রকাশের সময় : রবিবার, ১৩ মারচ, ২০২২

গতকালের ভয়াবহ অগ্নিকান্ডে ভস্মীভূত ট্যাংরার গুদাম। ১২ ঘন্টারও বেশি সময় পেরোলেও আগুন নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়নি দমকলের পক্ষে। লেলিহান শিখার কাছে হার মেনেছে সব চেষ্টাই। তবে এবার ওই পরিস্থিতিতেই ভাইরাল হল ট্যাংরার এক অন্যরকম ভিডিও। সেই অগ্নিকান্ডে সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আজান দিত দেখা গেল এক মৌলানাকে।

ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, কার্যতই নারকীয় ভাবে জ্বলছে আগুন। বিধ্বংসী লাল শিখার দিকে তাকালেও ভয়ে যেন বুক কেঁপে ওঠে। তার সামনে দাঁড়িয়ে প্রাণপণে আজান দিয়ে যাচ্ছেন এক বৃদ্ধ মৌলানা। তাঁর চারিদিকে ছোটাছুটি করছে বেশ কিছু মানুষ। কিন্তু কিছুতেই যেন ছেদ পড়ছে না আজানে। এহেন বিপদে আল্লাকে ডেকেই যেন প্রাণভিক্ষা চাইছেন তিনি। করুণ আকুতি করছেন ‘রক্ষা’ করার।

বিপদের দিনে মানুষের ভগবানের স্মরণাপন্ন হওয়া কোনও নতুন ঘটনা নয়। বিপন্ন অবস্থায় ধর্মবিশ্বাসী মানুষের মনে সবার আগেই আগে ইষ্টদেবতার নাম। প্রাণ বাঁচাতে ঈশ্বরের পদতলেই ঠাঁই চান সবাই। ঠিক যেমন হিন্দু বাড়িতে ‘রাম রাম’, ‘হরে কৃষ্ণ’, কিংবা ‘দুগ্গা দুগ্গা’ ধ্বনি। বা প্রবল ভূমিকম্প এবং বজ্রপাতে শাঁখের আওয়াজ। শনিবার রাতে বিপদ যেন মিলিয়ে দিল মানুষের লৌকিক আচার অনুষ্ঠানকে। স্বভাবতই মৌলানার এই ভিডিও দেখে মন ভিজেছে মানুষের। ওই বিপদের মুখে দাঁড়িয়েও আল্লার কাছে সবার মঙ্গল চেয়ে তাঁর আকুতিতে আপ্লুত নেটিজেনরা৷

প্রসঙ্গত উল্লেখ্য,শনিবার বিকেল  আগুন লাগে কলকাতার ট্যাংরার একটি গুদামে, চামড়া, রাসায়নিক ইত্যাদি মজুদ থাকায় মুহুর্তেই ছড়িয়ে পড়ে আগুন। লেলিহান শিখা আকাশ ছুঁয়ে ফেলে। আগুন ছড়িয়ে পড়ে বিস্তীর্ণ এলাকাতেও। ট্যাংরার মেহের আলি স্ট্রিটের একাধিক বাড়িতে খোলা জানলা দিয়ে ঢুকে পড়ে আগুন। আশেপাশের বাড়িগুলিতে আটকে পড়া মানুষদের যুদ্ধকালীন তৎপরতায় বের করে আনা হয়। কাল থেকে খোলা আকাশের নীচেই কাটাচ্ছেন এলাকার বাসিন্দারা। ট্যাংরার বাতাসে এখন শুধুই চাপ চাপ কালো ধোঁয়া আর মানুষের আতঙ্কের তীব্র গন্ধ।

বিএ

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST