ভোলাহাট প্রতিনিধিঃ জনপ্রতিনিধি সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বশীল কর্মকর্তা কারই নজরে পড়ছে না ভোলাহাট -রহনপুর সড়ক ও জনপথ বিভাগের ২২ কিলোমিটার রাস্তার বেহাল অবস্থা। এ রাস্তার জায়গা জায়গা বড় বড় গর্তের সৃষ্টি হয়ে ঝুঁকিপূর্ণ ভাবে চলা চল করছে গণপরিবহণসহ অন্যান্য পরিবহণ। দূর্ঘটনার শিকার হয়ে পঙ্গুত্ববরণ করে অনেকেই মৃত্যুর সাথে পঞ্জা লড়ছেন। কিন্তু দেখার মানুষ নাই। সড়ক ও সেতুমন্ত্রী ওবাইদুল কাদের একা দায়িত্বশীল হওয়ায় সব জায়গা তার পক্ষে দেখা সম্ভব না হওয়ায় সড়ক সংস্কারে কোন উদ্যোগ নিচ্ছেন না স্থানীয সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এদিকে এলাকাবাসি অভিযোগ করে বলেন, সড়কগুলো সংস্কার করার পর ঠিকাদার ও সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্মকর্তাগণের যোগসাযোসে বছর পার হতে না হতেই সৃষ্টি হয় বড় বড় গর্তের। ভোলাহাট-রহনপুর সড়ক ও জনপথ বিভাগের ২২ কিলোমিটার রাস্তার বেহাল অবস্থা সড়ক ও সেতু মন্ত্রী ওবাইদুল কাদেরের নজর না পড়লে সংস্কারের কোন উদ্যোগ নেয়া হবে না? এলাকাবাসির দাবী অন্তত আগামী জাতীয় নির্বাচনে ভোটের জন্য হলেও সাধারণ ভোটারদের নজর কাড়তে এ সড়কটি সংস্কার করতে পারে সরকার। সচেতনমহল দাবী করেন, সংস্কারের ২/১ বছরের মধ্যেই কেন রাস্তায় গর্তের সৃষ্টি হয়। সরকার কোটি কোটি টাকা ব্যয় করেন জনসেবায়। আর এ সব লুট হয়ে চলে যায় লুটেরারদের পকেটে। বিষয়গুলো ক্ষতিয়ে দেখে আগামীতে টিকসই রাস্তা সংস্কারে দাবী উঠেছে সর্বমহল থেকে। এদিকে সরকার রাস্তা সংস্কারের বরাদ্দ যথার্যথ দিলেও নিম্নমানের কাজ করে লোপাট হয় অর্থ। ভোলাহাট-রহনপুর সড়কটি দ্রুত টিকসই সংস্কার করে জনগণের দুর্ভোগ কমানোর দাবী এলাকাবাসির ।
খবর২৪ঘণ্টা.কম/রখ