চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ঘরে আগুন লেখেছে, পূর্বের কমিটি বিলুপ্ত করে ফের ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপি।
এতে ভোলাহাট বিএনপিতে মিশ্রপ্রতিক্রিয়া দেখা গেছে।
শনিবার (১৫ অক্টোবর) চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ্যাড, রফিকুল ইসলাম (টিপু) ও সদস্য সচিব আলহাজ্ব রফিকুল ইসলাম স্বাক্ষরিত দলীয় প্যাডে কোন্দল ও কেন্দ্রের ঘোষিত কার্যক্রম অনুসরণ না করায় পুর্বের আহ্বায়ক বিলুপ্ত করা হয়।
পরে ইয়াজদানী আলীম আল রাজি জর্জকে আহ্বায়ক মোঃ কাওসারুল ইসলাম রঞ্জুকে যুগ্ম আহ্বায়ক ও মোঃ আব্দুল কাদেরকে সদস্য সচিব করে মোট ৫১ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন দেয়া হয়।
পূর্বের কমিটির আহ্বায়ক মোঃ বাবর আলী বিশ্বাস জানান, নতুন কমিটি সেটি সঠিক কমিটি না। পূর্বের কমিটি সঠিক এবং বহাল আছে। তিনি বলেন, চলতি বছরের গত ৭মার্চ আমাকে আহ্বায়ক করে ৩১ সদস্য বিশিষ্ট জেলা বিএনপি কমিটির অনুমোদন দেন।
বিএ/