1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
ভোলাহাটে শিক্ষার্থীদের মাঝে সাইকেল বিতরণ - খবর ২৪ ঘণ্টা
শুকরবার, ১০ জানয়ারী ২০২৫, ০৯:৪৮ অপরাহ্ন

ভোলাহাটে শিক্ষার্থীদের মাঝে সাইকেল বিতরণ

  • প্রকাশের সময় : শনিবার, ৫ সেপটেম্বর, ২০২০

ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশত বার্ষিকী উপলক্ষে স্কুল শিক্ষার্থীদের মাঝে ড্রামসেট বিতরণসহ বিভিন্ন কর্মসূচিতে জেলা প্রশাসকের যোগদান। ভোলাহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইয়াজদানি জর্জের আয়োজনে ২০০৮-২০০৯ (বাস্তবায়ন ২০১৯-২০২০) এলজিএসপি-৩ অর্থায়নে ৫ সেপ্টেম্বর শনিবার সাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক এ জেড এমন নূরুল ইসলাম।
ভোলাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মশিউর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ স্থানীয় সরকার উপ পরিচালক এ কে এম তাজকির-উজ-জামান, ভোলাহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান রাব্বুল হোসেন। এ সময় স্বাগত বক্তব্য রাখেন, ভোলাহাট সদর ইউপি চেয়ারম্যান ইয়াজদানি জর্জ। অন্যানের মধ্যে ভোলাহাট চরধরমপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী লামিয়া খাতুনসহ অন্যরা। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ভোলাহাট থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল খালেক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইয়াসিন আলী শাহ, ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের, মসফিকুর ইসলাম তারা। অনুষ্ঠানে ভোলাহাট ইউনিয়নের ৫০ জন শিক্ষার্থীকে বাইসাইকেল ও ব্যাগ দেয়া হয়। এছাড়া চারটি স্কুলকে স্কাউটের ড্রামসেট দেয়া হয়। এর মাধ্যমে শিক্ষার্থীদের পড়ালেখার মানবৃদ্ধি পাবে বলে জানান বক্তারা। পরে বাংলাদেশ স্কাউট ভোলাহাট শাখা আয়োজিত জেলা প্রশাসক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্কাউটদের নিয়ে উপজেলা পরিষদ মিলনায়তনে উদ্ধুদ্বকরণ সভায় অনুষ্ঠিত হয়। সেখান থেকে দলদলী ইউনিয়নের বাসিয়াপুকুর গুচ্ছ গ্রাম পরিদর্শনে যান জেলা প্রশাসক।

খবর২৪ঘন্টা/নই

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST