1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
ভোলাহাটে বিয়ের দাবীতে প্রেমিকের বাড়ীতে প্রেমিকার অনশন - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৮:১৪ অপরাহ্ন

ভোলাহাটে বিয়ের দাবীতে প্রেমিকের বাড়ীতে প্রেমিকার অনশন

  • প্রকাশের সময় : শনিবার, ১১ মারচ, ২০২৩

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বিয়ের দাবীতে প্রেমিকের বাড়ীতে প্রেমিকার অনশন করেছে। ভোলাহাট সদর ইউনিয়নের বজরাটেক কানারহাট ড্রেনপাড়া গ্রামের মো. আইনাস আলীর ছেলে মো. আসিকের (২৫) সাথে গোহালবাড়ী ইউনিয়নের বজরাটেক মোনাপাড়া গ্রামের মৃত হুমায়ুনের মেয়ে দশম শ্রেণী পড়ুয়া ছাত্রীর সাথে ২বছরের প্রেমের সম্পর্ক চলে আসছিল।

১০ মার্চ (শুক্রবার) মাগরিবের পরে প্রেমিকের অন্যত্র বিয়ের খবর পেয়ে প্রেমিকা প্রেমীকের বাড়ীতে এসে বিয়ের দাবীতে অনশন করেন। এ সময় শত শত মানুষ মেয়েটি দেখতে ভিড় করেন। এ খবর সরেজমিন গিয়ে অনশনরত প্রমীকার সাথে কথা বললে তিনি বলেন, আসিকের সাথে গত ২ বছর ধরে প্রেম চলছে। বিয়ের কথা বলে আমার সাথে একাধিক বার শারীরিক সম্পর্ক স্থাপন করে। আমি শুনতে পায় সে ১০ মার্চ (শুক্রবার)রাতে অন্য মেয়েকে বিয়ে করবে। এ খবরে তার বাড়ীতে এসে বিয়ের দাবীতর অনশন শুরু করছি।

তিনি বলেন, বিয়ে না করা পর্যন্ত তার বাড়ীতেই অবস্থান করবে । তিনি আরো বলেন, আমি বাড়ীতে আসলে ছেলেসহ বাড়ীর সবাই বাড়ীর দরজায় তালা দিয়ে পালিয়ে যায়। আসিক আমার সর্বনাশ করেছে। সে আমাকে বিয়ে না করল আত্মহত্যার পথ বেছর নিতে হবে বলে জানান।

এ ব্যাপারে প্রেমীক আসিকের ফোনে কথা বলার চেষ্টা করা হলে ফোন বন্ধ পাওয়া যায়। পরে তার বাবার সাথে যোগাযোগ করা হলে তিনি সরাসরি কথা বলতে চান। পরে আর তাকে পাওয়া যায়নি।

সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ইয়াসিন আলী শাহ’র সাথে যাগাযাগ করা হলে তিনি বলেন, বিষয়টি আমি শুনেছি। উভয় পক্ষ আসলে তাদের কথা শুনে আইনগত বিষয় বিবেচনার উপর কি করা যায় সিদ্ধান্ত নেওয়া হবে।

এব্যাপারে ভেলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. সেলিম রেজা চৌধুরী বলেন, বিষয়টি আমি শুনেছি। তবে মেয়ের বয়স কম। এব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে।

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST