ভোলাহাট প্রতিনিধিঃ ভোলাহাট উপজেলার নাগরিক সেবা বৃদ্ধির লক্ষ্যে থানা কার্যালয়কে সিসি ক্যামেরার আওতায় নেয়া হয়েছে। বুধবার সিসি ক্যামেরার আওতায় নেয়া হয়েছে বলে পুলিশ সূত্র জানায়। অফিসার ইনর্চাজ ফাসির উদ্দিন জানান, তার কক্ষ থেকে থানা কার্যালয়ের সকল বিষয় সিসি ক্যামেরর আওতায় নেয়া হয়েছে। তার কক্ষে বসে পুলিশ অফিসারের কক্ষ, থানা হাজত, দায়িত্বরত পুলিশ সদস্য ও উপজেলার সকল স্তরের নাগরিক সেবা নিতে এসে কারো হয়রানির শিকার হচ্ছে কি না তা দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।
সিসি ক্যামেরার আওতায় থানা কার্যালয় আসায় সরকারের দেয়া ডিজিটাল উন্নয়নের একধাপ এড়িয়ে নেয়া হলো ভোলাহাট থানাকে। তিনি বলেন, এখন থেকে নাগরিক সুবিধা বৃদ্ধি পাবে এবং হয়রানি থেকে মুক্ত পাবে স্থানীয় নাগরিকেরা। তিনি নিজে সিসি ক্যামেরায় সম্পন্ন থানা কার্যালয় নিজ কক্ষে বসে থেকে অনেক সমস্যার সমাধান করতে পারবেন বলে নিশ্চিত করেন।
খবর২৪ঘণ্টা.কম/নজ