ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ কভিড-১৯ ভাইরাস সংক্রমনের কারণে বিরুপ পরিস্থিতিতে দেশের বিভিন্ন অঞ্চলে ধান কর্তন, গম কর্তনে শ্রমিক সংকটে পড়েছে। ফলে কৃষি বিভাগের উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে স্থানীয় ভাবে শ্রমিকদের প্রত্যয়ণপত্র প্রদান শূরু করেছেন। প্রত্যয়নপত্র দিয়ে যে সব অঞ্চলে ধান ও গম কর্তনে শ্রমিক সংকট রয়েছে সে সব অঞ্চল গোপালঞ্জ, ফরিদপুর, খুলনা, বাগেরহাট ও যশোহরসহ বিভিন্ন স্থানে যাবেন। ভোলাহাটের কৃষি অফিস সূত্র জানায়, গত সোমবার ১২জন ও আজ মঙ্গলবার ৫১জন শ্রমিককে প্রত্যয়নপত্র দেয়া হয়েছে। তারা এ প্রত্যয়নপত্র সাথে রেখে দেশের যে সব জায়গায় শ্রমিক সংকট রয়েছে সেখানে কাজে যেতে পারবেন বলে কৃষি অফিস সূত্র নিশ্চিত করেন। সূত্র জানায় এ প্রক্রিয়া অব্যহত থাকবে। তবে প্রত্যয়নপত্র সাথে রাখলে প্রশাসন তাদের সহায়তা করবে বলে জানান। উল্লেখ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এ প্রক্রিয়া শুরু হয়েছে।
খবর২৪ঘন্টা/নই
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।