‘ভোটার হবে নিয়ম মেনে, ভোট দিব যোগ্যজনে ’ শ্লোগানকে সামনে রেখে ২ মার্চ (বৃহস্পতিবার) চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে জাতীয় ভোটার দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ভোলাহাট নির্বাচন অফিসারের আয়োজনে সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি ছিলেন, ভোলাহাট উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মো: গরিবুল্লাহ দবির।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সমাজসেবা কর্মকর্তা মো: নাসিম উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: কাউসার আলম সরকার, ভোলাহাট প্রেসক্লাব সভাপতি গোলাম কবিরসহ অন্যরা।
বিএ/