ভোলাহাট প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ভোলাহাট উপজেলা শাখা আয়োজিত ছাত্রদলের ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী সোমবার পালিত হয়েছে। এলক্ষ্যে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপি কার্যালয় মোহবুল্লাহ কলেজ গেট থেকে বিকেলে একটি বিশাল বর্ণাঢ্য র্যালী শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা ছাত্রদল ভারপ্রাপ্ত সভাপতি মনিরুল ইসলাম মনিরের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শুরুর পূর্বে ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কো হয়। পরে বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রদল সাধারণ সম্পাদক কায়সার আহমেদ, সাবেক ছাত্রনেতা মুনিরুজ্জামান মনির, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক প্রভাষক জালালউদ্দিন, ছাত্রনেতা আসলাম, মহিলানেত্রী শাহানাজ খাতুন, ইউপি সভাপতি মামিরুল ইসলাম গাজী, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রওশান আলী, সাংগঠনিক সম্পাদক সোহাগ আলমসহ অন্যরা।
খবর২৪ঘণ্টা.কম/রখ