ভোলাহাট থানা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ অক্টোবর) সকাল ১০ টার দিকর অনুষ্ঠিত পুলিশিং ডে অনুষ্ঠানে অতিথি হিসেব উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ভোলাহাট উপজেলা চেয়ারম্যান মো. রাবুল হোসেন। বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ শাহানাজ খাতুন, আওয়ামীলীগের উপজেলা সাধারণ সম্পাদক মো. ইয়াসিন আলী শাহ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আব্দুল খালক, বীর মুক্তিযাদ্ধা মো. তৈমুর রহমান, ভোলাহাট সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পিয়ার জাহান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো. আফরাজুল হক বাবু।
এসময় স্বাগত বক্তব্য রাখেন অফিসার ইনচার্জ মো. সেলিম রেজা চৌধুরী। পুলিশ পরিদর্শক তদন্ত মো. রেজওয়ান ইসলাম মন্ডলের সঞ্চালনায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, জেলা পরিষদ সদস্য পদপ্রার্থী নেকজান বালিকা উচ বিদ্যালয়র প্রধান শিক্ষক মোসা. হোসনে আরা পাখি, ভোলাহাট প্রেসক্লাব সভাপতি মো. গোলাম কবির, ভোলাহাট সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাঃ মানায়েম হক নিখিল, দলদলী ইউনিয়ন পরিষদ সদস্য মো. লাল মোহাম্মদ পুতুল প্রমুখ।
বিএ/