1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
ভোলাহাটে অদক্ষ শিশু অটো চালকদের দখলে বিভিন্ন সড়ক - খবর ২৪ ঘণ্টা
শুকরবার, ১০ জানয়ারী ২০২৫, ০৫:৫৯ পূর্বাহ্ন

ভোলাহাটে অদক্ষ শিশু অটো চালকদের দখলে বিভিন্ন সড়ক

  • প্রকাশের সময় : বৃস্পতিবার, ৩ মে, ২০১৮
khobor24ghonta.com

ভোলাহাট প্রতিনিধিঃ নাম মনিরুল ইসলাম। বয়স মাত্র ১২ বছর। পিতার নাম সাইফুল ইসলাম। বাড়ী চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার খালেআলমপুর গ্রামে। সে অটোরিক্সা নিয়ে রাস্তায় নেমেছে। প্রতিদিন সে সকাল থেকে রাত পর্যন্ত অটোরিক্স চালায়। অপরজন বজরাটেক গ্রামের পিয়ারের ১০ বছরের ছেলে অটো চালায় নিয়মিত। উর্মি উপজেলার পোল্লাডাংগা গ্রামে বাড়ী। সেও অটোভ্যান চালাই নিয়মিত। তারা যখন যেখানে পারে যাত্রী বোঝাই করে ছুটে চলে গন্তব্যে। এদের মত অনেক শিশু ব্যস্ততম সড়কে অটোরিক্সা, ভ্যান ও অটো চালিয়ে আয়ের পথে নেছে।

কিন্তু অভিযোগ উঠেছে এ সব শিশুরা রাস্তায় এ সব যানবাহন চালাতে গিয়ে ঘটছে হরহামেশায় দূর্ঘটনা। তারা রাস্তায় চলাচলের কোন নিয়মনীতি জানে না। পিয়ারের ছেলের ছবি নিতে গেলে সে বলেন ভাই এটা আমার ছেলে। কিন্তু শিশু বয়সে কেন অটো চালাচ্ছে এর কোন উত্তর না দিয়ে এক ঝলোক হাসি দিয়ে ঘটনা স্থল ত্যাগ করেন। মনিরুল ইসলামকে অটোরিক্সা কেন চালাচ্ছে জিজ্ঞেস করলে, সে বলে আমি ৬ষ্ঠ শ্রেনিতে পড়ি। তার পিতা নিজেই রিক্সা নিয়ে রাস্তায় নামিছে তাকে। অদক্ষ প্রশিক্ষণ বিহীন শিশুরা অটো, ভ্যান ও রিক্সা নিয়ে রাস্তায় নিয়মনীতিকে তোয়াক্কা না করে চলাচল করায় নিয়মীতই দূর্ঘটনার শিকার হচ্ছেন পথচারিরা। তারা রাস্তায় চলতে গিয়ে রেষারেষি করে পাল্লা দিয়ে চলতে গিয়ে অনেক যাত্রী ও পথচারিরা দূর্ঘটনার শিকার হয়ে হাত, পা হারিয়ে পঙ্গুত্ববরণ করেছেন। অনেকেই মৃত্যবরণ করেছেন।

এ ব্যাপারে ভোলাহাট অটো মালিক সমিতির সভাপতি মিলন আলী ও সেক্রেটারী তৌহিদুল ইসলাম ডালিম জানান, এ সব শিশুরা তাদের নিয়ন্ত্রণের বাইরে। তাদের দেয়া কোন নিয়মনীতি মানছে না। একই ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুনের সাথে যোগাযোগ করা হলে তিনি সচেতনতা বৃদ্ধিতে এলাকার সুশিল সমাজসহ সকলকে এগিয়ে আসার আহবান জানান। যদি সচেতন না হয় তবে আইনগত ভাবে কঠোর ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান। এদিকে সচেতনমহল তাদের বিরুদ্ধে আইন প্রয়োগকারী সংস্থাকে আইন প্রয়োগ করার দাবী করেছেন। সচেতনমহলের দাবী সড়ক ও জনপথ বিভাগের ভোলাহাট- রহনপুর রাস্তাটি এমনিতেই পায়ে হেঁটেই চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। অটো চলাচলে দূর্ঘটনার আশংকা তো রয়েছেই তার উপর অদক্ষ ও শিশু চলাকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কোন পদক্ষেপ নাই। দ্রুত রাস্তাটি সংস্কারসহ অটোরিক্সা ও বিভিন্ন পরিবহনের অদক্ষ ও শিশু চালকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবী করা হয়। দ্রুত এ পদক্ষেপ নেয়া না হলে সড়কে বেপরুয়া হয়ে উঠবে শিশু ও অদক্ষ চালকের। সেই সাথে পাড়বে মৃত্যুর মিছিল।

 

খবর২৪ঘণ্টা.কম/নজ 

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST