বিনোদন,ডেস্ক: ভোটের হিসাব নয়, বরং অন্য একটি বিষয় নিয়ে চিন্তিত দেব। আর সেটি হচ্ছে ‘কিডন্যাপ’।
নাহ, দেবের রাজ্যে অপহরণ বেড়ে যায়নি। তিনি আসলে নিজের পরবর্তী ছবির কথা বলতে চাইছেন। ভারতের একটি দৈনিক পত্রিকার সঙ্গে আলাপকালে এসব বিষয় নিয়ে কথা বলেন এই নায়ক কাম রাজনীতিবিদ।
‘‘ভোট নিয়ে কোনও টেনশন নেই। আমি ‘কিডন্যাপ’ নিয়ে বেশি টেনশনে আছি,’’ মন্তব্য করে দেব বলেন, ‘‘কিছু পেতে রাজনীতিতে আসিনি। আমি মানুষের জন্য ভাল কাজ করতে চাই। আর হেরে গেলেও আমি তো ছবি করবই। এটাও তো পাবলিক সার্ভিস।’’
দেব অভিনয়ের পাশাপাশি টলিউডে একটি প্রোডাকশন হাউজ দাঁড় করিয়েছেন। জানালেন সেটি নিয়েই ভবিষ্যতে থাকতে চান, ‘‘আমি যে কাজ করি, সেটাতেও অনেক লোকের সংসার চলে। বাংলা ইন্ডাস্ট্রিতে ‘দেব এন্টারটেইনমেন্ট’ একটা জায়গা করতে পেরেছে। ফলে আমি না জিতলে ক্যারিয়ার শেষ হয়ে গেল এমন তো নয়। গত পাঁচ বছরে একটা লোকও বলতে পারবে না, দেব পলিটিক্যাল অ্যাডভান্টেজ নিয়েছে। পলিটিক্যাল পাওয়ার নিয়ে কোনও মানুষের ক্ষতি করেছে।’’
‘কিডন্যাপে’ দেবের সঙ্গে অভিনয় করেছেন রুক্মিণী। ছবিটি মুক্তি পাবে ৫ জুন।
খবর২৪ঘণ্টা, জেএন