1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
ভূমি মন্ত্রণালয়ের অনলাইন ব্যবস্থাপনা ও সফটওয়্যার হালনাগাদ করা হয়েছে - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ১ জানয়ারী ২০২৫, ০৩:৩৪ পূর্বাহ্ন

ভূমি মন্ত্রণালয়ের অনলাইন ব্যবস্থাপনা ও সফটওয়্যার হালনাগাদ করা হয়েছে

  • প্রকাশের সময় : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫

খবর২৪ঘন্টা ডেস্ক : ভূমি সেবা কার্যক্রম শতভাগ জনবান্ধব করার লক্ষ্যে ভূমি মন্ত্রণালয়ের অনলাইন ব্যবস্থাপনা ও সফটওয়্যার হালনাগাদ করা হয়েছে।

ভূমি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা জানানো হয়।

এতে বলা হয়, জনগণকে উন্নত ও সমন্বিত ভূমিসেবা প্রদানের লক্ষ্যে মিউটেশন, ভূমি উন্নয়ন কর এবং ভূমি খতিয়ান ও ম্যাপ সিস্টেমের দ্বিতীয় ও উন্নততর সংস্করণ চালু করার জন্য গত ২৬ নভেম্বর থেকে ১ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত অনলাইন সেবা প্রদান বন্ধ রাখা হয়। ১ ডিসেম্বর ২০২৪ সকাল ৯টা ৩০ থেকে ভূমিসেবা সমন্বিতভাবে (land.gov.bd) পুনরায় চালু করা হয়।

এতে বলা হয়, সফটওয়্যারের প্রথম সংস্করণের ডেটাসমূহ ও মিউটেশন, ভূমি উন্নয়ন কর এবং ভূমি রেকর্ড ও ম্যাপ সফটওয়্যারের দ্বিতীয় ও উন্নততর সংস্করণ যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে সম্পন্ন করা হয়েছে। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল জাতীয় সার্ভার ও তথ্যাধারের নির্ধারিত ও বরাদ্দকৃত নতুন স্থানে সমন্বিতভাবে (integrated) স্থানান্তর করেছে।

সফটওয়্যার হালনাগাদ করার মাধ্যমে অটোমেটেড ভূমি সেবা সিস্টেমে নাগরিকগণ মাত্র একবার নিজ নিজ মোবাইল নম্বর ও জাতীয় পরিচয় পত্র বা জন্ম নিবন্ধন নম্বরের মাধ্যমে রেজিস্ট্রেশন করে মিউটেশন, ভূমি উন্নয়ন কর প্রদান বা পর্চা, খতিয়ান ও ম্যাপ উত্তোলনের মত ভূমিসেবা সহজেই গ্রহণ করতে পারবেন।

ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা (তথ্য ও গণসংযোগ) মোহাম্মাদ গিয়াস উদ্দিন বাসস’কে বলেন, জনবান্ধব ভূমিসেবা নিশ্চিত করার লক্ষ্যে সফটওয়্যার হালনাগাদ করা হয়েছে। একই সাথে দ্রুতগতি সম্পন্ন ইন্টারনেট সংযোগ চালু করা হয়েছে। এতে জনগণের ভোগান্তি কমবে।

তিনি বলেন, শুরুতে নতুন চালুকৃত সফটওয়্যারগুলোর কিছু কারিগরি ত্রুটি ও আন্তঃসমন্বয় সংক্রান্ত জটিলতা ছিলো। ডেটা সেন্টারের সার্ভার ও মাঠ পর্যায়ে সেবা প্রদানের জন্য ব্যবহৃত কম্পিউটারে সংযোগকৃত ইন্টারনেটের শ্লথ গতির কারণে সাধারণ জনগণ সেবা গ্রহণের সমস্যার সম্মুখীন হয়েছেন। এজন্য ভূমি সেবা গ্রহণে সেবা গ্রহীতাদের সাময়িক অসুবিধার জন্য ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে।

তিনি জানান, ভূমি মন্ত্রণালয় ভূমিসেবা কার্যক্রম মনিটরিং জোরদার করেছে। সমন্বিত ব্যবস্থা গ্রহণের ফলে ভূমি সেবা সিস্টেমসমূহ এখন অপেক্ষাকৃত ভালোভাবে কাজ করছে এবং জনগণ ভূমিসেবা নিতে পারছেন।

নিরবচ্ছিন্ন ভূমি সেবা নিশ্চিত করতে উদ্ভূত সমস্যা সমাধানে ভূমি মন্ত্রণালয় এবং ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। এছাড়াও জনগণ যাতে দ্রুত ও নিরবচ্ছিন্ন সেবা পেতে পারেন সে লক্ষ্যে সারাদেশের উপজেলা, সার্কেল, মেট্রো ভূমি অফিস এবং ইউনিয়ন,পৌর ও ভূমি অফিসের সেবা প্রদানকারী কর্মকর্তা-কর্মচারীদের নতুন চালকৃত সফটওয়্যারগুলোর বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেয়া হচ্ছে।

বিএ..

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST