খবর২৪ঘণ্টা ডেস্ক: কেঁপে উঠল দিল্লি৷ তবে ঠাণ্ডায় নয়৷ বুধবার সকালে ভূমিকম্প অনুভূত হল দিল্লি ও তৎসংলগ্ন এলাকায়৷ তবে রিখটার স্কেলে যে মাত্রা ধরা পড়েছে তা খুবই নগণ্য৷ রিখটার স্কেল জানাচ্ছে, এদিন সকালে কম্পনের মাত্রা ছিল ৪.৬৷
মার্কিন জিওলজিক্যাল সার্ভে জানাচ্ছে, কম্পনের কেন্দ্রস্থল তাজিখিস্তানের কোফারনিহন থেকে ৪ কিমি দুরে৷ কম্পনের গভীরতা ছিল ১০ কিমি৷ কিছু কিছু রিপোর্ট অনুযায়ী মহারাষ্ট্রের উপকূলবর্তী এলাকায় কম্পন টের পাওয়া গিয়েছে৷ যদিও এখন তা নিশ্চিত করে জানা যায়নি৷
চলতি মাসেই উত্তরভারতে একাধিক ভূমিকম্পে কেঁপে উঠেছে৷ ৮ ফেব্রুয়ারি ৫.৬ শক্তিশালী কম্পন নাড়িয়ে দিয়েছিল দিল্লি থেকে জম্মু কাশ্মীরকে৷ মাঝে জম্মুতে বেশ কয়েকবার কম্পন টের পান সেখানকার মানুষ৷ ফেব্রুয়ারি মাসের শুরুতে ৫.১ মাত্রার কম্পন হয় উপত্যকায়৷ যদিও কোনও কম্পনে বিশেষ ক্ষয়ক্ষতি হয়নি৷
১২ ফেব্রুয়ারি ৫.১ মাত্রার কম্পন হয় বঙ্গোপসাগরে৷ মার্কিন জিওলজিক্যাল সার্ভে অনুযায়ী হালকা কম্পন অনুভূত হয় চেন্নাইতে৷ সোশ্যাল মিডিয়াতে অনেকে নানা পোস্ট দেন৷ তবে বড় কোনও ক্ষয়ক্ষতি হয়নি৷
খবর২৪ঘণ্টা, জেএন