ঢাকাশনিবার , ৯ ডিসেম্বর ২০১৭
আজকের সর্বশেষ সবখবর

ভূমিকম্পে কাঁপল নেপাল

admin
ডিসেম্বর ৯, ২০১৭ ৯:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: ভূমিকম্পে কেঁপে উঠেছে হিমালয়কন্যা খ্যাত নেপালের দোলাখা জেলা। স্থানীয় সময় শুক্রবার সকাল ৮টা ৩৬ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। নেপালের জাতীয় ভূমিকম্প জরিপ কেন্দ্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ২। ভূমিকম্পটি রাজধানী কাঠমান্ডুতেও অনুভূত হয়। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

শুক্রবারের ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল নেপালের জিরি অঞ্চলের নিকটবর্তী দোলাখা জেলায়। ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে কম্পনটির উৎপত্তি হয়।
২০১৫ সালের ২৫ এপ্রিল দেশটির ইতিহাসের অন্যতম ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে নেপাল। ওই বিপর্যয়ে নয় হাজারের বেশি মানুষ নিহত হয়। আহত হয় কমপক্ষে ২২ হাজার। ওই ভূমিকম্পের জের ধরে পরে বেশ কয়েকটি কম্পন অনুভূত হয়েছে নেপালে।

খবর২৪ঘণ্টা.কম/জিম

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।