খবর২৪ঘণ্টা,ডেস্ক:ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সাধারণ শিক্ষার্থী পরিষদ প্যানেলের ভিপি প্রার্থী নুরুল হক নুরুকে মারধর করা হয়েছে। এতে তিনিসহ আরও দু’জন আহত হয়েছেন।
জানা যায়, না যায়, দুপুরে ভিপি প্রার্থী ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক শোভন ও জিএস প্রার্থী সাধারণ সম্পাদক গোলাম রব্বানী তাদের নেতাকর্মীদের নিয়ে রোকেয়া হলে যান। এ সময় কোটা আন্দোলনের অন্যতম নেতা ও ভিপি প্রার্থী নুরুল হক নুরুও সেখানে যান। এরপরই ছাত্রলীগের ছেলে ও মেয়ে কর্মীরা তার ওর হামলা চালায়। পরে তাকে হাসপাতালে পাঠানো হয়।
এর আগে রোকেয়া হলে হট্টগোলের সৃষ্টি হয়েছে। এই ভোটকেন্দ্রে ৯ টি ব্যালট বাক্সের মাঝে ৬টি উন্মুক্ত রাখা হলেও ৩টি ব্যালট বাক্স লুকিয়ে রাখার অভিযোগ করেন ছাত্রীরা।
অভিযোগ করা হয়, ছাত্রলীগ প্রার্থীদের পক্ষে সিল মেরে এই তিনটি ব্যালট বাক্স আগে থেকেই ভর্তি করে রাখা হয়েছে।
খবর২৪ঘণ্টা/ জেএন