1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
ভারত সফরে পররাষ্ট্রমন্ত্রী ৫ সমঝোতা স্মারক সই হতে পারে - খবর ২৪ ঘণ্টা
বধবার, ২২ জানয়ারী ২০২৫, ০:২৯ পূর্বাহ্ন

ভারত সফরে পররাষ্ট্রমন্ত্রী ৫ সমঝোতা স্মারক সই হতে পারে

  • প্রকাশের সময় : বৃস্পতিবার, ৭ ফেব্ুয়ারী, ২০১৯

খবর২৪ঘণ্টা,  ডেস্ক: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন ভারত সফরে গেছেন। রাতে তিনি দিল্লির উদ্দেশে ঢাকা ছেড়ে যান। সেখানে আজ থেকে তার সফরের আনুষ্ঠানিকতা শুরু হবে। বৈঠক হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে। সাবেক প্রেসিডেন্ট প্রণব মুখার্জির সঙ্গে দেখা করবেন তিনি। কূটনৈতিক সূত্রগুলো বলছেন, নয়া পররাষ্ট্রমন্ত্রীর প্রথম বিদেশ সফরে ভারতের সঙ্গে ৫টি সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা রয়েছে। এ নিয়ে ঢাকা-দিল্লি কাজ করছে। অবশ্য বাংলাদেশ ছেড়ে যাওয়ার আগে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, অনেক বিষয়ে আলোচনা হবে, সমঝোতা স্বাক্ষরিতও হতে পারে।
তবে তিনি আগাম এর সংখ্যা বলতে চাননি। রাষ্ট্রীয় বার্তা সংস্থা এ নিয়ে এক খবরে জানিয়েছে- মন্ত্রী ড. মোমেন বলেছেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশ ভারতের কাছে অধিকতর সমর্থন চাইবে। আওয়ামী লীগের টানা তৃতীয় মেয়াদে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বপ্রাপ্ত আবদুল মোমেন দিল্লি যাওয়ার আগে বাসসকে একথা বলেছেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমি তাদের সঙ্গে অন্যান্য বিষয়ের মধ্যে রোহিঙ্গা সমস্যা দ্রুত সমাধানের ব্যাপারে আলোচনা করতে চাই। কারণ, এই সমস্যা

আঞ্চলিক স্থিতিশীলতার ওপর প্রভাব পেতে পারে। তিনি রোহিঙ্গা সংকট সমাধানে ভারতের জোরদার সমর্থন আশা করেন। নির্মম সামরিক অভিযানে মিয়ানমার থেকে পালিয়ে আসা ১০ লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থীকে বাংলাদেশ মানবিক কারণে অস্থায়ীভাবে আশ্রয় দিয়েছে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের ঘনিষ্ঠ প্রতিবেশী বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ ভারতের প্রতি সম্মান দেখাতে আমি আমার প্রথম বিদেশ যাত্রায় ভারত সফর করছি। মোমেন বলেন, বাংলাদেশের ৩০শে ডিসেম্বরের নির্বাচনের পর বিদেশি নেতৃবৃন্দের মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সর্বপ্রথম বাংলাদেশের প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান। আমাদের সব সমস্যায় আমরা তাদেরকে পাশে পেয়েছি। তিনি বলেন, বিশ্বের অন্যান্য স্থানের মতো আমাদের প্রতিবেশীর সঙ্গেও বিভিন্ন আলোচনার বিষয় রয়েছে। ইতিমধ্যে আমরা সমুদ্র এবং স্থল সীমানাসহ এর অনেক ইস্যু আলোচনার মাধ্যমে নিষ্পত্তি করেছি। অন্যান্য বিষয়ও সমঝোতার মাধ্যমে নিষ্পত্তি হতে পারে বলে আশা করি। পারস্পরিক এই সমঝোতার মাধ্যমে আমাদের মাঝে বর্তমানে সবচেয়ে অধিক ঊষ্ণ সম্পর্ক বিদ্যমান।

আলোচনা চলছে ৫ সমঝোতা স্মারক নিয়ে: এদিকে কূটনৈতিক সূত্র নিশ্চিত করেছে যে, ভারতের সঙ্গে ৫টি চুক্তি নিয়ে আলোচনা চলছে। তা হলোÑ বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং ভারতের সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই) প্রথম সমঝোতা স্মারক (এমওইউ), রাষ্ট্রীয় মালিকানাধীন বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এবং ভারতের প্রসার ভারতী দ্বিতীয় এবং দুই দেশের স¦াস্থ্যমন্ত্রী তৃতীয় একটি এমওইউ এ স্বাক্ষর করবেন। শুক্রবার ৫ম ইন্ডিয়া-বাংলাদেশ জয়েন্ট কনসালটেটিভ কমিশনের (জেসিসি) বৈঠকে এ নিয়ে আলোচনা হবে। ওই বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব এবং জেসিসি সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগের প্রধানদের সমন্বয়ে উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। ভারতীয় পক্ষে দেশটির সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বয়ে প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। ঢাকায় কর্মকর্তারা বলেছেন, জেসিসি বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক থেকে বাণিজ্য ও বিনিয়োগ, নিরাপত্তা সহযোগিতা, যোগাযোগ, সীমান্ত ব্যবস্থাপনা,
প্রতিরক্ষা সহযোগিতা, জ্বালানি, শিপিং এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ গুরুত্ব পাবে।

পররাষ্ট্রমন্ত্রীর সফরের বিস্তারিত: এদিকে জেসিসি বৈঠকের আগে পররাষ্ট্রমন্ত্রী মোমেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। পরে তিনি নয়াদিল্লিতে ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর সঙ্গে তার বাসভবনে সাক্ষাৎ করবেন এবং শুক্রবার সুষমা স্বরাজের আমন্ত্রণে ভোজসভায় যোগ দেবেন। বৃহস্পতিবার ভারতের কেন্দ্রীয় হাউজিং অ্যান্ড আরবান বিষয়ক প্রতিমন্ত্রী হারদেব সিং পুরির দেয়া ভোজসভায় যোগ দেবেন। শুক্রবার মন্ত্রী ও প্রতিনিধিদলের সম্মানে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ভোজসভার আয়োজন করবে। তিনদিনের সফর গুটিয়ে পররাষ্ট্রমন্ত্রী শনিবার সকালে ঢাকার উদ্দেশে দিল্লি ত্যাগ করবেন।

খবর ২৪ঘণ্টা/ জেএন

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST