1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
ভারতে ৫০ শতাংশ ভাইরাসই রূপান্তরিত হয়েছে: গবেষণা - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ১৮ জানয়ারী ২০২৫, ০১:২ পূর্বাহ্ন

ভারতে ৫০ শতাংশ ভাইরাসই রূপান্তরিত হয়েছে: গবেষণা

  • প্রকাশের সময় : শনিবার, ৯ মে, ২০২০

খবর২৪ঘন্টা আন্তর্জাতিক ডেস্ক: বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের এখন পর্যন্ত কোনও ওষুধ বা প্রতিষেধক আবিষ্কার হয়নি। তার ওপর শোনা যাচ্ছে, প্রতিনিয়তই রূপ বদলাচ্ছে প্রাণঘাতী এই ভাইরাস। যেখানে যাচ্ছে, সেখানকার পরিবেশের সঙ্গে দ্রুত খাপ খাইয়ে নেয়ার চেষ্টায় আছে এটি। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, ভারতে ভাইরাসগুলোর মধ্যে অন্তত ৫০ শতাংশই রূপান্তরিত হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, অস্ট্রেলিয়ার কমনওয়েলথ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ অর্গানাইজেশনের প্রফেসর এস এস ভাসান ও তার সহকর্মীরা ভারতে পাওয়া ভাইরাসের ৮২টি প্রজাতি পরীক্ষা করে দেখেছেন, এদের অন্তত ৫০ শতাংশই রূপান্তরিত হয়েছে।

গবেষকরা জানিয়েছেন, রূপান্তরের ফলে ভাইরাসের সংক্রমণের ক্ষমতা বেড়ে যেতে পারে। সারা বিশ্বে অন্তত দুই-তৃতীয়াংশ প্রজাতিতে এ ধরনের রূপান্তর দেখা যায়।

গবেষকরা করোনাভাইরাসের প্রোটিন স্পাইকগুলোতে হওয়া রূপান্তরের নাম দিয়েছেন ডি৬১৪জি। তারা বলছেন, ডি৬১৪জি আশঙ্কাজনক হারে বাড়ছে, যা মূল উহান প্রজাতির চেয়ে আরও শক্তিশালী ও দ্রুত বিস্তারে সক্ষমতার ইঙ্গিত দেয়। অর্থাৎ, ডি৬১৪জি রূপান্তরিত ভাইরাসগুলো শুরুর দিকে বিশ্বব্যাপী দ্রুত ছড়িয়ে পড়া ভাইরাসটির জায়গা দখল করে নিচ্ছে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া, দ্য উইক

খবর২৪ঘন্টা/নই

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST