ভারতে একটি স্কুলবাস পাহাড়ের খাদে পড়ে ১৫ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।
বুধবার (২১ ডিসেম্বর) সকালে মণিপুরের নোনে জেলায় এই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, বাসটিতে শিক্ষার্থী-কর্মকর্তা মিলিয়ে অন্তত ৩৬ জন যাত্রী ছিলেন। এ পর্যন্ত ১৫ শিক্ষার্থীর মৃত্যুর খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
নিউজ ১৮’র এক প্রতিবেদনে বলা হয়, ইয়ারিপকের থাম্বলনু হায়ার সেকেন্ডারি স্কুলের শিক্ষার্থীদের নিয়ে দুটি বাস শিক্ষাসফরে খৌপুমের দিকে যাচ্ছিল। পথে বিষ্ণুপুর-খৌপম সড়কে লোংসাই তুবং এলাকায় বাসটি পাহাড়ের ঢালু খাদে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা উদ্ধারকাজ শুরু করেন। আহতদের ইম্ফলের মেডিসিটি হাসপাতালে নেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, পাহাড়ি রাস্তায় বাসচালক নিয়ন্ত্রণ হারানোর কারণেই দুর্ঘটনা ঘটেছে।
এ ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। এ ছাড়া রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সাপম রঞ্জন সিং দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন।