ঢাকামঙ্গলবার , ১২ ডিসেম্বর ২০১৭
   
আজকের সর্বশেষ সবখবর

ভারতে ট্রাক-ট্রাক্টর সংঘর্ষে নিহত ১০

অনলাইন ভার্সন
ডিসেম্বর ১২, ২০১৭ ৮:০৭ পূর্বাহ্ণ
Link Copied!

খবর২৪ঘণ্টা.বিনোদন,ডেস্ক: ভারতের উত্তর প্রদেশে সোমবার একটি মালবাহী ট্রাকের সঙ্গে ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১০ জন নিহত ও অপর ছয়জন আহত হয়েছেন। পুলিশ একথা জানিয়েছে।

উত্তর প্রদেশের রাজধানী লক্ষ্মৌ থেকে প্রায় ২৮৫ কিলোমিটার দক্ষিণপূর্বে মির্জাপুর জেলায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। খবর সিনহুয়া’র।

মির্জাপুরে পুলিশের এক কর্মকর্তা বলেন, ‘সোমবার সকালে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। একটি ট্রাক্টরের সঙ্গে মালবাহী গাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটে। ট্রাক্টরটিতে যাত্রী ছিল। ’

তিনি আরও বলেন, ‘ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। হাসপাতালে নেয়ার পথে আরও পাঁচ জন মারা যান। অপর একজনকে চিকিৎসা দেয়া হচ্ছে। তার অবস্থা গুরুতর।
’পুলিশ জানায়, স্থানীয় একটি মন্দিরে প্রার্থনা শেষে ট্রাক্টরে করে পুণ্যার্থীরা বাড়ি ফিরছিলো।

সকালের কুয়াশার কারণে কম দৃশ্যমানতার কারণে এই মারাত্মক দুর্ঘটনা ঘটেছে বলে প্রতিবেদনে বলা হয়।

খবর২৪ঘণ্টা.কম/জন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।