1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
ভারতের জন্য ‘বিশেষ ছাড়’ অস্ট্রেলিয়ান সরকারের! - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ২০ জুলাই ২০২৫, ০৮:৪৯ পূর্বাহ্ন

ভারতের জন্য ‘বিশেষ ছাড়’ অস্ট্রেলিয়ান সরকারের!

  • প্রকাশের সময় : রবিবার, ২৬ এপ্রিল, ২০২০

খবর২৪ঘন্টা স্পোর্টস ডেস্ক: করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পরই সিদ্ধান্ত হয়, আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সীমান্ত বন্ধ রাখবে অস্ট্রেলিয়া। এখন পর্যন্ত ‘একঘরে’ অবস্থায়ই আছে তারা। করোনার প্রভাব না কমলে সে অবস্থা আরও দীর্ঘায়িত হবে।

ফলে অক্টোবরে অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ডিসেম্বর-জানুয়ারিতে ভারতের বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজ পড়ে গেছে শঙ্কায়।

টি-টোয়েন্টি বিশ্বকাপে কি হবে, সেটি এখনও পরিষ্কার নয়। তবে লাভজনক ভারত সিরিজ আয়োজন করতে বদ্ধপরিকর অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। এজন্য সরকারের কাছে শুধু ভারতের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিল করার আহ্বান জানিয়েছে তারা। সরকার নাকি তাতে সবুজ সংকেতও দিয়েছে।

এমনিতেই করোনার কারণে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। খরচ কমাতে বোর্ডের ৮০ ভাগ কর্মচারীকে বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছে তারা। ভারত সিরিজ বাতিল হলে প্রায় ৩০০ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার লোকসান হবে। ফলে সংকট আরও বাড়বে।

যদি দর্শকবিহীন স্টেডিয়ামেও ভারত সিরিজটি আয়োজন করা যায়, তবে ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের বার্ষিক রাজস্ব আয়ের ৫০০ মিলিয়ন ডলারের মধ্যে ৫০ মিলিয়ন ডলার লোকসান করবে। কিন্তু সিরিজটি বাতিল হলে লোকসান হয়ে যাবে ৩০০ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার।

এই বিষয়টিই সরকারকে বোঝাতে চেষ্টা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ‘ক্রিকইনফো’র এক প্রতিবেদনে এসেছে, বোর্ডের এমন সংকট বিবেচনায় নিয়েছে অস্ট্রেলিয়া সরকার। ফলে ভারতীয় ক্রিকেট দলের জন্য সীমান্ত নিষেধাজ্ঞায় ছাড় দিতে পারে তারা।

খবর২৪ঘন্টা/নই

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team