1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
বড় শাস্তির মুখোমুখি সাব্বির! সিদ্ধান্ত সোমবার - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ১৩ জানয়ারী ২০২৫, ০৭:০৮ পূর্বাহ্ন

বড় শাস্তির মুখোমুখি সাব্বির! সিদ্ধান্ত সোমবার

  • প্রকাশের সময় : রবিবার, ৩১ ডিসেম্বর, ২০১৭

রয়েল খান স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের সম্ভাবনাময় ক্রিকেটারদের তালিকায় প্রথম সারিতেই আছে সাব্বির রহমানের নাম। লাল-সবুজ জার্সিতে অভিষেকের পর বেশ কয়েকবারই তিনি সংবাদের শিরোনাম হয়েছেন। কখনও দুর্দান্ত পারফর্মেন্স করে নিজেকে মেলে ধরেছেন আবার কখনও নেতিবাচক ঘটনার কারণে বিতর্কে জড়িয়েছেন।

আর সেই সুর ধরেই সম্প্রতি ১২ বছরের এক কিশোরকে পিটিয়ে নতুন এক বিতর্কে জড়ান ‘ব্যাডবয়’ হিসেবে পরিচিত এই অলরাউন্ডার। যার জন্য এবার বড় রকমের শাস্তির মুখে পড়তে পারেন তিনি। তার বিরুদ্ধে ওঠা অভিযোগের ব্যাপারে সোমবার সিদ্ধান্ত নেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এ ব্যাপারে বিসিবির শৃঙ্খলা কমিটির ভাইস চেয়ারম্যান শেখ সোহেল গণমাধ্যমকে জানিয়েছেন, সাব্বিরের বিরুদ্ধে আসা প্রতিবেদন নিয়ে সোমবার বসা হবে। প্রয়োজন মনে হলে সাব্বিরকেও ডাকা হবে। তিনি আরও জানান, সাব্বিরের বিরুদ্ধে দুটি অভিযোগ রয়েছে। প্রথমত সে এক কিশোর দর্শককে মারধর করেছে। দ্বিতীয়ত ম্যাচ অফিশিয়ালদের সঙ্গে বাজে ব্যবহার করেছে।

এসব ঘটনায় ম্যাচ রেফারির দেয়া প্রতিবেদন অনুযায়ী সাব্বির আচরণবিধির ‘লেভেল-৪’ ভেঙেছেন। এসব অপরাধের শাস্তি হিসেবে সাব্বিরের সর্বোচ্চ ৫ লাখ টাকা জরিমানা ও ঘরোয়া ক্রিকেটে বেশ কিছু ম্যাচের জন্য নিষিদ্ধ হতে পারেন।

এদিকে, অন্য কথা বলছেন ক্রিকেট সংশ্লিষ্টরা। তাদের মতে, এবার সাব্বির বড় শাস্তি পাবেন। সেটি বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ হতে পারে কিংবা ঘরোয়া ক্রিকেট থেকে ছয় মাস নিষিদ্ধ হতে পারেন।

খবর২৪ঘণ্টা.কম/রখ

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST