1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
বড়াইগ্রামে ৯ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূকে জবাই করে হত্যা - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৮:০৭ অপরাহ্ন

বড়াইগ্রামে ৯ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূকে জবাই করে হত্যা

  • প্রকাশের সময় : বৃস্পতিবার, ৩ জুন, ২০২১
বড়াইগ্রামে ৯ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূকে জবাই করে হত্যা
নাটোরের বড়াইগ্রাম উপজেলার ভবানিপুরে শাহিনুর বেগম (৩১) নামের ৯ মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে জবাই করে হত্যা করা হয়েছে। বৃহষ্পতিবার ভোরে নিজ শয়ন ঘরে তাঁকে হত্যা করা হয়। শাহিনুর ভবানিপুর পশ্চিম পাড়ার রাশেদুল ইসলামের স্ত্রী।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, ১৮ বছর আগে লালপুরের ওয়ালিয়া গ্রামের খলিল শাহের মেয়ে শাহিনুর বেগমের সাথে বড়াইগ্রাম উপজেলার ভবানিপুর গ্রামের রাশেদুলের বিয়ে হয়। তিন দিন আগে আট মাসের অন্তসত্বা স্ত্রীকে রেখে তিনি ঢাকায় চলে যান রিক্সা চালাতে। বুধবার রাতে শাহিনুর বেগম রাতের খাবার খেয়ে দুই বছরের মেয়েকে নিয়ে নিজ শয়ন ঘরে ঘুমিয়ে পড়ে। বৃহষ্পতিবার ভোর তিনটার দিকে ওই মেয়ের কান্নাকাটিতে প্রতিবেশিদের ঘুম ভেঙে যায়। পরে তঁারা এসে শাহিনুরের রক্তাক্ত মৃতদেহ দেখতে পান। খবর পেয়ে বড়াইগ্রাম থানার পুলিশ ও সিআইডির ক্রাইম সিনের সদস্যরা ঘটনাস্থলে আসে এবং মৃতদেহের সুরতহাল করে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
ঘটনাস্থল থেকে নিহত গৃহবধূর ভাই নূর ইসলাম জানান, বর্তমানে তার বোন নয় মাসের অন্তঃসত্ত্বা। এছাড়াও তাদের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। খবর পেয়ে তিনি বোনের বাড়িতে এসে বোনের শয়নঘরে মৃতদেহ দেখতে পেয়েছেন। তার দুই হাতের রগ কাটা ও গলায় কাটা জখম রয়েছে। তিনি এ ব্যাপারে তার বোনের স্বামীকে সন্দেহ করছেন বলে জানান।
এস/আর

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST