1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
বড়াইগ্রামে শয়ন কক্ষ থেকে মুক্তিযোদ্ধার লাশ উদ্ধার - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৭:১৯ অপরাহ্ন

বড়াইগ্রামে শয়ন কক্ষ থেকে মুক্তিযোদ্ধার লাশ উদ্ধার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২০

বড়াইগ্রাম প্রতিনিধি: বড়াইগ্রামে গত মঙ্গলবার নিজ বাড়ির শয়ন কক্ষ থেকে মুক্তিযোদ্ধা বৈদ্যনাথ সরকারের (৬৩) লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার বনপাড়া পৌরশহরের দিয়ারপাড়া মহল্লার ভাড়া বাসার নিজ শয়ন ঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়। বৈদ্যনাথ পার্শ্ববর্তী লালপুর উপজেলার সিরাজিপুর গ্রামের মৃত বরদা সরকারের ছেলে।
প্রতিবেশীরা জানান, বৈদ্যনাথ সরকার তার স্বজনদের নিয়ে প্রতিবেশী রাষ্ট্র ভারতে বসবাস করেন। প্রতি বছর ডিসেম্বরে বিজয় দিবসের অনুষ্ঠানে অংশ গ্রহণের জন্য দেশে আসেন। ওই সময়ই তার নামীয় মুক্তিযোদ্ধা ভাতা উত্তোলন করেন। দেশে এসে দুই বা তিন মাস অবস্থানের পর আবার ভারতে চলে যান। দেশে থাকাকালিন তিনি বনপাড়া পৌর শহরের দিয়ারপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় দিনযাপন

করতেন। ভাড়াটে বাসার ভাড়াও কয়েক বছর ধরে নিয়মিত পরিশোধ করে আসছেন তিনি।
প্রতিবেশীরা আরো জানান, এবারে ১৫ ডিসেম্বর বৈদ্যনাথ দেশে এসেছেন। গত সোমবার বিকেলে তিনি হাটাহাটি শেষে নিজ ঘরে গিয়ে শুয়ে পড়েন। কিন্তু ভারত থেকে তার স্বজনেরা মোবাইলে তার সাথে যোগাযোগ করতে না পেরে মঙ্গলবার আমাদের কাছে ফোন দিয়ে খোঁজ নেওয়ার চেষ্টা করেন তার। মঙ্গলবার ওই ঘরের জানালা ভেঙ্গে বিছানায় লাশ পড়ে থাকতে দেখা যায়। এরপর পুলিশকে খবর দেয়া হয়।
বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ অফিসার তৌহিদুল ইসলাম জানান, বৈদ্যনাথের স্ত্রী ভারত থেকে দেশে রওনা হয়েছেন। তিনি এলে লাশ ময়নাতদন্ত করে মৃত্যু রহস্য উৎঘাটন করা হবে।

আর/এস

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST