বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে বড়াল নদীতে পরে মামুন (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার সন্ধায় পরে উপজেলার বনপাড়া পৌরসভার হারোয়া রহিমের বটতলা গ্রামে এ ঘটনা ঘটে। মামুন উপজেলার হারোয়া গ্রামের মহিবুরের পুত্র। স্থানীয় সুত্রে জানা যায় মহিবুরের বাড়ির বড়াল নদীর পাশে খাস জমিতে। সন্ধার দিকে মামুন বাড়িতে খেলতে গিয়ে বড়াল নদীতে পরে যায়। পরে নদী থেকে মামুনকে উদ্ধার করা হয়।পরে বনপাড়া পাটোয়ারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্য ডা:তাকে মৃত ঘোষনা করেন।
খবর ২৪ঘণ্টা/ নই